আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাইরা পিলিজ:মোবাইল থেকে পিসিতে মডেম হিসাবে ইন্টারনেট সেটিং টায় কিভাবে কি কি পরিবর্তন আনবো

হে হে হে

মোবাইল থেকে পিসিতে মডেম হিসাবে ইন্টারনেট সেটিং টায় কিভাবে কি কি পরিবর্তন আনবো । আমি এতোদিন মডেম হিসাবে জুম আল্ট্রা ব্যবহার করছি । আমার কাছে পিসি সুইট আছে । কিন্তু সেটিং এ কী কি করতে হবে কিছুই বুঝতে পারছি না । জিপি সিম দিয়ে নেট ব্যবহার করব । টেকি ভাইরা পিলিজ হেল্প করেন । symphony x100 মডেলের সেট । পিসির সেটিং আর পিসি সুইট এর সেটিং টা বলেন দয়া করে । আর একটা কথা পরে যদি জুম আল্ট্রা ব্যবহার করতে চায় সেটা নিয়ে যেন সমস্যা না হয় তারও সমাধান চাই দয়া করে হেল্পান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.