আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে সালমা আখতারের কমেন্ট থেকে এ লেখাটার সূত্রপাত

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে...

অন্তর্যামী বনের শ্বাপদ দেয় নি ছোবল, বাঘ ছিল তার মনে। রোদের আলোয় যায় কি দেখা কী ব্যথা দংশনে? কোথায় তাকে খুঁজবে বলো, কোন্ দেশে, কোন্ বনে? কেউ জানে না কার মনে কার বসত সঙ্গোপনে। ১৮ এপ্রিল ২০১১ লেখাটার পরিবর্তনগুলো লক্ষ করুন ১ বনের বাঘে খায় নি তারে, বাঘ ছিল তার মনে। দিনের আলোয় যায় কি দেখা কী ব্যথা দংশনে? কোথায় তাকে খুঁজবে বলো, কোন্ দেশে, কোন্ বনে? কেউ জানে না কার মনে কার বসত সঙ্গোপনে। ২ বনের শ্বাপদ দেয় নি ছোবল, সাপ ছিল তার মনে।

রোদের আলোয় যায় কি দেখা কী ব্যথা দংশনে? কোথায় তাকে খুঁজবে বলো, কোন্ দেশে, কোন্ বনে? কেউ জানে না কার মনে কার বসত সঙ্গোপনে। ৩ বনের শ্বাপদ দেয় নি ছোবল, সাপ ছিল তার মনে। রোদের আলোয় যায় কি দেখা কী দহন দংশনে? কোথায় তাকে খুঁজবে বলো, কোন্ দেশে, কোন্ বনে? কেউ জানে না কার মনে কার বসত সঙ্গোপনে। ৪ বনের শ্বাপদ দেয় নি ছোবল, সাপ ছিল তার মনে। রোদের আলোয় যায় কি দেখা কী যাতনা দংশনে? কোথায় তাকে খুঁজবে বলো, কোন্ দেশে, কোন্ বনে? কেউ জানে না কার মনে কার বসত সঙ্গোপনে।

ফেইসবুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।