আমাদের কথা খুঁজে নিন

   

তারা জ্বলা এই ঘুমহীন রাতে

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি

দু'চোখে ঘুম নেই , বেড়ে চলে রাত । স্বপ্ন দেখানোর আশ্বাস দিয়ে চোখ দু'টিকে অনেক ফাঁকি দিয়েছি আর কত ! শেষ রাতের আবছা ঘুম ও ভেঙ্গে গেছে পিচের রাস্তায় রাত জাগা ট্রাকের ব্রেক কষার করকশ ধ্বনিতে । যখন শেষ চেষ্টা করি ঘুমানোর জন্য ততক্ষণে পুবাকাশ রাঙ্গিয়ে ধীর পায়ে জানালার ফাঁক গলে সূরয্যি মামা চোখের পাতায় হানা দিয়েছে । কারো ভাবনায় সারা রাত রঙ তুলি নিয়ে মনের ক্যানভাসে ছবি আঁকার চেষ্টা যে কখনো করিনি তাও কিন্তু নয় । কতবার ভোরের প্রথম শিশিরে পা ভিজিয়েছি,রাত জাগা লাল চোখ মেলে সকালের লাল সূরযের দিকে তাকিয়ে হতবাক করে দিয়েছি তাকে ! ঘুমহীন চোখ আর স্বপ্নের আশ্বাসে জেগে থাকতে চায় না , চায় না ভোরের শিশিরে পা ভিজাতে আর ।

আকাশের সব তারা এখন আমায় চিনে । তারা জ্বলা কত রাত আমার ঘুমহীন কেটেছে তা শুধু ঐ তারার দল জানে ! আমি আর তারাদের সাথে জেগে থাকতে চাই না । ভোরের প্রথম রোদে আর ক্লান্ত চোখ মেলে তাকাতে চাই না । একটু ঘুমাতে চাই আমি । বড় বেশী ক্লান্ত এই চোখ দু'টি ।

খুব ঘুম পাক আমার খুব , ভীষণ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।