আমাদের কথা খুঁজে নিন

   

জোনাক জ্বলা ফাগুন

বাংলা আমার...................

জোনাক পোঁকা জ্বলে নেভে স্বর্ন লতায় আগুন তাই দেখে আজ হলো মনে এলো বুঝি ফাগুন। ঝিঁ ঝিঁ ডাকে আঁধার রাতে বন-বনানী'র শাখে মনটা যেন উদাস হলো স্রোতস্বিনী'র বাঁকে। মধ্য-রাতে ডাকে পেঁচা অশুভ সংকেতে উদাসী মন কেন যে চায় একটু দেখতে তাকে। মন উদাসী সর্বনাশী তবু লাগে ভাল যদিও তার গায়ের রংটা একটু শুধু কাল। হোক না যতোই কৃষ্ণবর্ন মনটা কি যায় পড়া কৃষ্ণবর্ন দেহের ভেতর শুভ্র-সাদা'য় ভরা। । । -------------------------------------- ----------------------- ----------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু বনশ্রী, রামপুরা,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।