আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য জ্বলা প্রাতে

সকল অন্ধকারের হোক অবসান

আকাশ ঢেকে চিলের ডানা রাত্রি করে চয়ন নীল দেখি না, নীল দেখি না আর্তি করে নয়ন। লোহায় গড়া বাসর ঘরে- কে বেহুলা সাজে কবর দিয়ে আকাশটারে বুকে করুণ বাজে। আকাশ তো নেই, কেবল দালান কেবল বাসর তোলা তুমি আমি কোথায় পাবো- একটু আকাশ খোলা? তোমার জন্য পদ্য লিখি- তেমন আকাশ কোথায়? আমরা এখন আঁধার দেখি চোখের মনি কোঠায়। তোমার আমার স্বপ্ন শুধু স্বপ্ন বেঁচে থাকে- দেখবো আকাশ দুচোখ ভরে সূর্য জ্বলা প্রাতে। ০৩/০৬/০৯

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।