চিরকাল কাব্যে ও কবিতায় শুনে এসেছি মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। ভালোমন্দ দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমান ডিজিটাল যুগে অন্ধত্বের মাত্রাটা মনে হয় একটু বেশিই,তাইত পাওয়ারওয়ালা চশমা দিয়েও তারা কিছু দেখতে পায়না। তারা ভুলে যায় স্থান কাল পাত্র। যেখানে সেখানে বানিয়ে নেয় প্রেমের সাগর,আর তাতে নিশ্চিন্তে সাতরে বেড়ায়,চলে তাদের জলকেলি।
আগারগাও থেকে উত্তরা আসতে এমনই এক সাগরের দেখা পেলাম। যাত্রী বোঝাই বাসের সবাই যেন সেই সাগরের ভেসে চলা অবহেলিত খড়কুটো। আর প্রেমিকযুগল?চলছে তাদের নিশ্চিন্ত প্রেম বিনিময়। কতইবা বয়স হবে? বড়জোর ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে পড়ে। যেন ছলছল কলকল শব্দে চলা উচ্ছল ঝর্ণা।
আমার বুঝতে কষ্ট হচ্ছিল এখন কি মানুষের মাঝে প্রেমের মাত্রাটা বড্ড বেশি নাকি প্রেম বড় সস্তা হয়ে গেছে। নইলে এত বেলেল্লাপনা কেন?
চারপাশের মানুষেরা যেন চিড়িয়াখানার কোনো অদ্ভুত বস্তুকে দেখছিল। কেউ আড়চোখে বা কেউবা সরাসরি। তাতে কার বা কি আসে যায়। মান অভিমান , ঝগড়াঝাটি, কি না চলল ঐ সময়টুকুতে।
পাশে বসে বড্ড অস্বস্তি হচ্ছিল। বুঝে উঠে পারছিলামনা কি করা উচিত ঠিক এই মুহুর্তে। মনে মনে খোদার কাছে প্রার্থনা করছিলাম,ক্ষণিকের তরে আমাকেও না হয় অন্ধ করে দাও খোদা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।