আমাদের কথা খুঁজে নিন

   

কামরাঙ্গা বউ মুখ ঢাকে লাল চেলিতে

মহলদার
কামরাঙ্গার গুনাগুন, গাছের পরিচিতি, শ্রেনীবিন্যাস সম্পর্কে জ্ঞাত করাইবার উদ্দেশ্যে এই পোষ্ট নহে। স্রেফ কামরাঙ্গার ফুল দেখাইবার অভিপ্রায়ে আজ এই লেখা এবং ছবি কতক আপনাদের সম্মুখে উপস্থাপিত করিলাম। বিশেষতঃ যাহারা কামরাঙ্গা দেখিয়াছেন, ভক্ষন করিয়াছেন কিন্তু উহার ফুল দেখেন নাই মুলত তাহাদের দেখাইবার জন্য আমার আজিকার এই পোষ্ট খানি। বলিতে পুলকানুভব করি যে শুধু এর ছবিই আমার নিজের ধারন করা নহে, এই কামরাঙ্গা বৃক্ষটি ও আমার নিজের হস্তে লাগানো ও পরিচর্যা করিয়া বড় করিয়া তোলা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।