আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের ছোঁয়ায় তিতকুটে কামরাঙ্গা ...

তোমাকে স্বপ্নের কথা অনেক বলেছি,সমুদ্র ও নর্দমার ভেতরে তুমি কোনও পার্থক্য বোঝো না। যে কোনও দূরত্বে গেলে তুমি হও যার-তার খেলুড়ে পুরুষ। যার-তার পুরুষকে আমি আমার বলি না। বিষাদ ছুয়েছে বলে মন ভালো নেই ... মন ভালো নেই , মেঘলা আকাশ আর খোলা বারান্দা পাশে নিয়ে তোমায় ভাবি ! মন ভালো নেই , একটা একলা চুড়ূই আমার কোলে এসে ঠাই নেয় তারও বুঝি মন ভালো নেই আজ ! কিছুতেই লিখতে না পাড়া গল্পের আধেকটা আজ আরও মুছে ফেলে রাখি মন ভালো নেই বিষাদে বিষাদে মনে বড্ড ক্লান্তি মেখেছি ! সর্ষে বাটায় ইলিশ রেধেছি ... মন খারাপের সব টুকু ঢেলে দিয়ে ... আধ খাওয়া কামরাঙ্গা আর জলপাইতে লেগেছে তিত কুটে স্বাদ মন ভালো নেই মন ভালো নেই তাই কিছুই লাগছে না আজ ঠিক ঠাক !! ১৬।০৫।২০১৩  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।