আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাবী মারা গেছে.......

আজ কোন রাজনৈতিক বিষয়ে নয় .... আজ অন্য একটি সামজিক দায়বদ্ধতা এবং সচেতনতা মূলক বিষয় লিখছি------ আমার ভাবী মারা গেছে গত রবিবার ০৩.০৬.১৩ ক্যানসার রোগে আক্রান্ত হয়ে। আমার ভাবীর ব্যাপারে একটি কথায় শুধু বলব যারা সিনেমায় দেখেছেন বলতে ভাবী নয় ভাবী মা। একই ব্যাক্তি কিভাবে ভাবী এবং মা হতে পারে তা আমার জীবনের ১০ বছর থেকে ২৭ বছর জীবনে দেখেছি। এই একটি উক্তি দিয়েই নিশ্চয় বুঝতে পারছেন ভাবীর সাথে আমার কেমন আত্মার সম্পর্ক ছিল। আমার ভাবী মারা গেছে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে অনলাইনে আমি ক্যানসার সমন্ধে অনেক কিছু জেনেছি তার মধ্যে একটি তথ্য হলো মহিলারা ক্যানসারে বেশি আক্রান্ত হয়।

এবার আসি আবার ভাবীর সমন্ধে আমরা ভাবীর চিকিৎসার কমতি করিনি তবে যেখানে আমাদের আফসোস যে ভাবী যখন থেকে বলেছিল তার পেটে চাকার মত এবং ব্যাথা তখন আমরা সহ ভাবী (মহিলাদের স্বাভাবিক ভাবেই নিজেদের ব্যাপারে একটু উদাসীন হয়) কেউ ব্যাপারটা খুব গুরুত্ব দেইনি। সাধারন মানে ডাক্তার দেখাই এবং ডাক্তার ব্যাথা ঔষধ দেই যা সুস্থ তো হয়নি বরং ক্যানসার আরো বৃদ্ধি পেয়েছে যখন আমরা সঠিক ডায়াগনেসিস করে জানতে পারলাম তখন সেটা মিডল স্টেজ। তারপর ও ডাক্তার আশান্বিত করেছিল । কিন্তু দুঃখের কথা হল ভাবী মারা গেল তার দুই সন্তান রেখে (বড় মেয়ে ১৩ বছর এবং ছোট ছেলে ১০ বছর)। সেই জন্য সকল ব্লগারদের মাধ্যমে আমি জানাতে চাই যে, নারীদের যেকোন অসুখের প্রতি অবহেলা নয়।

এবং নারী ব্লগারদের বলব আপনারা আরো একটু সচেতন হবেন এতে করে জাতি গড়ে উঠবে তার মায়ের স্নেহে তা নাহয় বেড়ে উঠবে আমার ভাতিজি ও ভাতিজার মত। ..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।