আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের লিমি ভাবী আর নেই



আমাদের লিমি ভাবী আর নেই মাহমুদুজ্জামান তখন ডিসেম্বর মাস’ ২০০৭। হঠাৎ করেই আমরা ক’জন সিদ্ধান্ত নিলাম এবারডিনে বৈশাখী মেলা করব। মুলতঃ আমাদের উদ্দেশ্য ছিল এবারডিনে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে এক করা। লন্ডনের বাইরে ইউকে-তে আর কোথাও বাঙালিদের বড়সড় কোন আয়োজন তেমন দেখা যায় না। স্কটল্যান্ডের এই ছোট সাগর পাড়ের শহরে আমরাই করব বাঙালিদের এক বিশাল মিলন মেলা, সেই ছিল আমাদের ব্রত। আমাদের এই স্বপ্ন আশ্চর্যজনকভাবে যেন ছড়িয়ে গেল সবার মাঝে। ধীরে ধীরে পুরো এবারডিন শহরেই যেন একটা মেলার আমেজ শুরু হয়ে গেল। সিটি কাউন্সিল, পুলিশ, ট্রাফিক পুলিশের সাথে দেন-দরবার তো আছেই, সেইসাথে হেলথ ও সেফটি, ইভেন্ট ম্যনেজমেন্ট, ওয়েবসাইট, মেলার যাবতীয় এই সবকিছু নিয়ে হঠাৎ করেই আমরা সবাই একটা ঘোরের মধ্যে বাস করতে লাগলাম। আমাদের সবার জীবনযাত্রাই যেন গেল বদলে http://www.notundesh.com/shukhdukkho.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।