আমাদের কথা খুঁজে নিন

   

উঁকি দাও ফুল

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
উঁকি দাও ফুল মেলে ধরো ঘাসেদের গান তোমার রুহানী নিয়ে যারা করেছিল ভুল ক্ষমা ক’রে মেলে ধরো বিবেকী উত্থান। উঁকি দাও ফুল সামাজিক চোরাকাঁটা যদিও সঘন ঘিরে রয় প্রেমময় অপেক্ষায় আছে যে চির মশগুল তারে আর ফিরায়ো না অব্যক্ত ব্যাথায়। উঁকি দাও ফুল আকাশের ওড়না গায়ে নিজেকে রাঙাও ছিন্ন ক’রে আগাছার বিক্লিষ্ট মূল বাতাসের শর্তহীন কথকতা বুকে তুলে নাও। উঁকি দাও ফুল দেখো ঘাস ফরিঙেরা তোমাতে মাতোয়ারা ফণিমনসার ঝোপে তুমি ফুটবে আকুল দ্বিধাহীন স্পর্শে যদি জেগে থাকে সেই ধ্রুবতারা। উঁকি দাও ফুল মাথা তোলো ছিঁড়েখুঁড়ে শূণ্য অনিশ্চিত অপাপবিদ্ধ সেই শর্তহীন এলোচুল বিছিয়ে রেখেছে মেঘ, দেখো ওই আচম্বিত!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.