“আমি বলবো, পার্লামেন্টে আসেন, আলোচনা করেন। উঁকি দিয়ে চলে যাবেন না,” বিরোধী দলের উদ্দেশে বলেছেন তিনি।
দীর্ঘদিন অধিবেশন বর্জন করে আসা বিরোধী দল আগামী বাজেট অধিবেশনে যোগ দেবে বলে শুক্রবার ইঙ্গিত দেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
তার একদিন পর শনিবার গণভবনে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তাদের সংসদে থাকার আহ্বান জানান শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি বিরোধীদলীয় নেতাকে ইঙ্গিত করে বলেন, “উনার একটা স্টাইল আছে, সংসদে এক দিনের জন্য আসেন, বিরাট বক্তৃতা দিয়ে চলে যান।
”
“পত্রিকায় দেখলাম, ৭ দিন যদি পার্লামেন্টে না যায়, তাহলে উনাদের সদস্য পদ চলে যাবে। ৯০ দিনের মধ্যে ৮২ চলে গেছে। ”
আইন অনুযায়ী, সংসদে একটানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। বিএনপির সংসদ সদস্যরা আগামী অধিবেশনে যোগ না দিলে তাদের সদস্যপদ ঝুঁকির মুখে পড়বে।
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে দাবি করে আসা বিএনপিকে সংসদেই তাদের প্রস্তাব দিতে আহ্বান জানিয়েছেন সংসদ নেতা শেখ হাসিনা।
তবে একইসঙ্গে তিনি বলেছেন, “আমি এখনো বলছি, অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই এখানে নির্বাচন হবে। ”
বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকার চাইলেও অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসাতে নারাজ আওয়ামী লীগ সভাপতি সর্বদলীয় একটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।
নিদর্লীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলকে হুঁশিয়ারও করেছেন প্রধানমন্ত্রী।
“গণতান্ত্রিক ধারা নিয়ে ছিনিমিনি খেলতে আমরা কাউকে দেবো না। খুন, হত্যা, ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।
না হলে এগুলো কীভাবে কঠোরভাবে দমন করা যায়, তা আমরা জানি। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।