বদলে গেছি
রূপগঞ্জ আর আড়িয়াল বিলের পরে আবারও আমজনতা তাদের ভূমি রক্ষায় সোচ্চার হয়েছে। ভূমি ডাকাতের বিরুদ্ধে কাঁধে কাঁধ রেখে রুখে দাঁড়িয়েছে ভূমিহীনেরা।
শতাধিক ভূমিহীন গতকাল শনিবার (১৬ এপ্রিল ২০১১) লালমনিরহাটের সদর উপজেলার মোগলঘাট ইউনিয়নের পুর্বদলজোর গ্রামে ভূমিদস্যু নুরুজ্জামান ও তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিছিলও করে।
বক্তারা বলেন তারা অনেকদিন ধরে পূর্বজোর ও বানভাসা গ্রামের সরকারি খাস জমিতে বাস করছে।
কিন্তু জাল কাগজ পত্র দিয়ে আর গ্রামবাসীর বাড়িঘর ভেঙ্গে দিয়ে জেলা শহরের চিহ্নিত ভূমিদস্যু নুরুজ্জামান হক মতাসীন দলের লোকজনের সঙ্গে মিলে তাদের জমি দখল করছে। তারা আরও বলেন যে তারা ইতোমধ্যেই ঘৃণ্য এ ভূমিদস্যু ও তার দোসরদের বিরুদ্ধে এসপি, ডিসি, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বেশ কয়েকবার নালিশ করেছেন কিন্তু কোন ফায়দা হয় নি।
নুরুজ্জামানকে স্থানীয় প্রভাবশালী উল্লেখ করে তারা বলেন নুরুজ্জামান তার ১৪-১৫জন অনুচরের সাহায্যে জমি দখল করে নিয়েছে। যদি কেউ নুরুজ্জামানবাহিনীর প্রস্তাবে অসম্মতি জানায় তবে তারা তাকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে। এমন কি তারা ভুয়া মামলা করেও হয়রানি করে বলে ভুমিহারারা অভিযোগ করেন।
যদি জেলা প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় পদপে নিতে ব্যর্থ হয় তবে তারা আরও কঠোর কর্মসূচিরও হুমকি দেন।
নুরুজ্জামানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন তিনি সত্যিকারের জমি মালিকের কাছ থেকে কিছু জমি কিনেছেন কিন্তু কিছু ভূমিহীন স্থানীয় অপরাধীদের মদদে ভুল বক্তব্য দিচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।