আমাদের কথা খুঁজে নিন

   

যতক্ষণ এ দেহে আছে প্রান,প্রানপনে পৃথিবীর সরাব জঞ্জাল

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের চারিদিকে বহু রকমের খেলা চলছে নাস্তিক আস্তিক নিয়া বহু রকম গুজব চলতেছে আকাশে বাতাসে , জাতি কে বিভক্ত করার কাজ খূব সূক্ষ্ম ভাবে শুরু হইসে, অনেক নাস্তিক ও দেখলাম ভয় পেয়ে বিভিন্ন ব্লগে তাদের ধর্ম নিয়ে লেখা ব্লগ গুলো মুছে দিচ্ছে , আমার একটাই কথা এতোই যদি ভয় তবে স্রতের বিপরীতে লড়াই করতে নামছিলেন কেন? আর আজ বাংলা অনলাইন জগত যখন অনেকটাই উন্নত যুক্তিবাদ পূর্ণ লেখালেখি তে, যখন আমরা কোমর সোজা করে দাড়াতে পারছি , ধর্মান্ধ দের সাথে যুক্তিতে আপনাদের লেখা গুলো আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি তখনি যদি আপনারা আমাদের একা ফেলে রেখে চলে যান তাহলে আমাদের মত নবিন ব্লগার রা এই অনলাইন জগতে খুব একা হয়ে যাবে। আজ চিন্তিত সৈকত নামে একজন ব্লগার তার ধর্ম বিষয়ক ব্লগ মুছে দেবেন বলে ফেসবুক এ স্ট্যাটাস দিয়েছেন , তার মানে কি তিনি এতদিন ধরে যে লেখালিখি করেছেন তা ভুল ছিল? আমরা যদি ধর্মের সমালোচনা করা বন্ধ করি তাহলেও কিন্তু ধর্মান্ধ লোক গুলো তাদের অপপ্রচার বন্ধ রাখবে না , তারা ফেসবুক এ পাগড়ি তলোয়ার এর ছবি দিয়ে লাইক কামাবে, কথা বলা মোরগ, মাংসের ওপর আল্লাহর নাম ফটোশপ করে লাইক কামাবে আর কিছু সদ্য গোঁফ ওঠা তরুন যুবা সেখানে সুবাহানল্লাহ সুবাহানল্লাহ বলে সোয়াব কামাবে আর তাদের যুক্তি বোধ হাঁটুতে নিয়া বসে থাকবে , এভাবে আজ থেকে ১০ বছর বছর পর এদেশ আফগানিস্তান হয়ে যাবে , আবার আমরা পিছনে হাঁটব , যতটুকু এগিয়ে ছিলাম এখান থেকেই পিছন হাঁটতে হবে, আজ একজন ব্লগার এর মৃত্যুতে আমরা যদি ভয় পেয়ে পিছিয়ে যাই তবে এ লজ্জা মানুষ হিসেবে সত্য কথা বলতে না পারার লজ্জা, এ লজ্জা সত্য কে লুকিয়ে রাখার লজ্জা ,এ লজ্জা ধর্মের ভণ্ডামির কাছে মাথা নত করার লজ্জা । মরতে তো হবেই একদিন কিন্তু মরার আগে এই দেশ মাকে ধর্মের গোঁড়ামি থেকে মুক্ত করতে হবেই , আমি আপনি মরে গেলেও আমার সন্তানের মাঝে আবার আমি জীবিত হব আমার সন্তানের জন্য আগামীর পৃথিবী কলুষ মুক্ত করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আমি বিশ্বাস করি ধর্মের জঞ্জাল পৃথিবী থেকে সরিয়ে দিলে পৃথিবী অনেক বেশি বাসের যোগ্য হয়ে উঠবে। নৈতিকতা শেখার জন্য ধর্ম্যের কোন প্রয়োজন নেই, ধর্ম ছাড়া ও অনেক বেশি নৈতিক হওয়া যায়। আসুন এই দেশ কে ধর্ম দিয়ে আর ভাগ না করি ? তুমি মুসলমান আমি হিন্দু, তুমি নাস্তিক আমি আস্তিক এইভাবে না বলে বলি তুমি বাঙালি আমি বাঙালি আমি তুমি ভাই ভাই , এদেশ সবার , আমার মত তোমার পছন্দ না হলে তুমি ভাই আরও ভাল কোন মতবাদ নিয়া আসো আমার জন্য, আমরা আলোচনা করি, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে, অস্ত্র দিয়ে নয়। আর আমার সিনিয়র ব্লগার ভাইয়েরা আমরা যারা আপনাদের দেখে আজ যুক্তির পথে আলোর পথে বিজ্ঞানের পথে হাঁটতে চাই আমাদের আলোকবর্তিকা হয়ে পথ দেখান, আপনারা পথচলা থামিয়ে দিলে আমরাও হোঁচট খাই, আমরাও হেরে যাই, প্লিজ আমাদের হারতে দেবেন না। যতক্ষণ এ দেহে আছে প্রান,প্রানপনে পৃথিবীর সরাব জঞ্জাল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.