:আসসালামু আলাইকুম
আব্বুর সাথে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকাতে। হটাৎ দুজনেরই লাচ্ছি খাওয়ার ইচ্ছা হল। গেলাম ফুড কোর্টগুলাতে। একটা দোকান থেকে একটা ছেলে খুব ডাকাডাকি করলো, তাই সেখানেই বসলাম। দেখা গেলো, দোকানটা চালাচ্ছেন তিনজন মেয়ে, আর ছোট ছেলেটার কাজ ডাকাডাকি করা।
একজন এসে লাচ্ছি দিয়ে গেলো। আব্বুর একটু কৌতূহল হচ্ছিল তাই জিজ্ঞেস করলো দোকানটা তাদের কিনা। জবাবে একটা অসাধারণ কাহিনী জানা গেলো। মেয়ে তিনটে তিন বোন। তারা মালিবাগে থাকতেন।
অল্প বয়সে বাবা মারা যাওয়ার পর দুই বোন আর এক ভাইকে নিয়ে বড় বোন অকূল পাথারে পড়লেন। সঞ্চিত কিছু অর্থ দিয়ে শাহবাগে একটা ছোট দোকান খুললেন তিনি। তারপর পসার বেড়েছে, এখন শাহবাগ আর এলিফেন্ট রোদে মোট তিনটে দোকানের মালিকানা তাঁর। তাঁর দুই বোনের একজন ইন্টার দিবে, আরেকজন ইসলামি ইউনিভার্সিটিতে ল পড়ছে, ছোট ভাইটি এইচএসসি দিয়েছে, রমজানে ব্যস্ততা বেশি তাই তারা বড় বোনকে সাহায্য করতে এসেছে। বড়বোনের বয়স ২৬-২৭ এর বেশি হবে না, এই বয়সেই শূন্য থেকে সুধুমাত্র মনোবল আর পরিশ্রমের মাধ্যমে এতটুকু এসেছেন, তিন ভাইবোনের পড়াশুনা করাচ্ছেন।
আমাকে জানালেন, তাঁর স্বপ্ন হচ্ছে, এককোটি টাকা জমাতে পারলে একটা ফিক্স ডিপোজিট খুলবেন যাতে বাকি জীবনে আর সংগ্রাম করতে না হয়। কাজ শিখার জন্য এই বছর জাপানে যাবেন, দুয়া চাইলেন। এক আশ্চর্য ভাললাগা আর তিক্ততায় মন ভরে গেলো। একা একটা মেয়ে এইভাবে নিজ যোগ্যতায় এতটুকু আসতে পারে, কোটি টাকার স্বপ্ন লালন করতে পারে আর সেই দেশে এক আলেম বলেন যেসব মেয়েরা চাকরি করে, কাজ করে টাকা উপার্জন করেন, তারা নাকি যেনা করে টাকা উপার্জন করছেন। শফি সাহেব, আপনি পীর মৌলানা মানুষ, যত না জানেন তার চেয়ে অনেক বেশি জানিয়ে মানুষের কাছ থেকে কলাটা, মূলাটা, সরকারের কাছ থেকে হেলিকাপ্টার বাগিয়ে নানা ভড়ং করে যাচ্ছেন।
এইসব মা বোনদের স্বীকৃতি আপনি দিবেন না, বুঝবেনও না। ইসলামের অন্যতম পৃষ্ঠপোষক মহীয়সী হযরত খাদিজা (র) একজন প্রখ্যাত বনিক ছিলেন, আমাদের নবী হযরত রাসুল্লাহ (সঃ) তাঁর অধীনে চাকরি করতেন, আর আপনি কর্মজীবী নারীদেরকে এককথায় যেনাকারি বানিয়ে দিয়েছেন (নাউজুবিল্লাহ)। আপনার কিভাবে এখনো ইসলামচ্যুত মুরতাদ হননি বড় জানতে ইচ্ছা করে।
**শফিভক্ত কেউ এসে সাফাই দেওয়ার আগে অনুরোধ করবো, আগে উনার তেঁতুল সমৃদ্ধ ওয়াজটা পুরোটা দেখে নিতে, অনেকে আমাকে ইতোমধ্যে মনগড়া নানা যুক্তি শুনিয়েছে কিন্তু মজার ব্যাপার, তারা কেউ ওয়াজটা শুনে নাই**
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।