িকছুই বলার নাই। আজকে সকালে আমাদের এলাকায় ১ খান 'ককটেল' ফুটাইসে বি.এন.পি'র পোলাপাইন। ককটেল ফুটাইয়া দৌড়। একটারে ধরসে, কিছু 'নাস্তা-পানি' দিল। তারপর 'শ্বশুর বাড়ি' মধুর হাড়ি খাইতে পাঠাইসে।
খা এইবার। মজা কইরা খা।
মজার ব্যাপার হইলো, ককটেল যেইখানে ফুটাইসে তার সামনেই ২/৩ জন দাড়াইয়া ছিল। কারো কিচ্ছু হয় নাই। শালার ছাগলের বাচ্চারা ককটেল কিনসে, তাও 'ড্যাম'! ফকিরের বাচ্চা
(ইহাই ব্লগে আমার প্রথম 'রাজনৈতিক' মার্কা পোস্ট।
ব্লগে দিতে চাই নাই, কিন্তু কেন জানি দিলাম! নিজেও জানি না!)
অচিরেই দেশ সব ধরনের সংঘাতের হাত থেকে মুক্তি পাক, আল্লাহ'র কাছে এইটাই প্রার্থনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।