আমাদের কথা খুঁজে নিন

   

মেসির সাফল্যের রহস্য।

www.pricebazar.com

চোখ ধাঁধানো ড্রিবলিং, গোলের পর গোল, লিওনেল মেসির পায়ে বল মানেই যেন কোনো জাদুকরের ইন্দ্রজাল। কিন্তু এর পেছনের রহস্যটা কী? স্প্যানিশ একটি ম্যাগাজিনের কাছে সেই গোপন রহস্যটাই ফাঁস করে দিয়েছেন 'খুদে জাদুকর'! শুধু পা বা মাথা দিয়ে নয়, শরীরের সবকটা ইন্দ্রিয় দিয়ে খেলেন বলেই মেসির খেলা এতটা মোহনীয়। চেহারায় শিশুসুলভ দুষ্টুমি, বল পায়ে ২৩ বছরের মেসিও যেন এক 'বিরাট' শিশু, 'আমি শিশুর মতোই খেলি, চেষ্টা করি চোট না পেতে আর সব কিছুই করি সহজাত প্রবৃত্তি অনুযায়ী।' তাই ন্যু-ক্যাম্পের মাঠ তাঁর কাছে হয়ে ওঠে শৈশবের বাড়ির আঙিনা, কিংবা রোসারিও কোনো রাস্তা, 'আমি মনে করি আমি খেলছি ছোট কোনো মাঠে অথবা রাস্তায়। আমি এখনো মনে করি আমি সেই আগের মানুষটি হয়েই আছি, একটুও বদলে যাইনি। মনে রাখতে হবে ফুটবল এমন একটা খেলা, যেটা খেলতে হয় আনন্দের জন্য। আমি আমার খেলা নিয়ে কোনো পরিকল্পনা করি না বা আগে থেকে ভেবে রাখি না।' সেঞ্চুরির পর শচীন টেন্ডুলকার মহাশূন্যের দিকে তাকিয়ে খোঁজেন মৃত বাবার মুখ, আর মেসি? গোল করার পর আকাশের দিকে চেয়ে কোন প্রিয় মুখ খুঁজতে ব্যস্ত তাঁর সারল্যে ভরা চোখদুটো? 'আমার দাদিমা, আমাকে আজকের অবস্থানে দেখতে পেলে তিনি খুবই খুশি হতেন। আমার মনে হয় ওপর থেকেও তিনি আমায় দেখছেন'_এভাবেই নিজের গোল করার পরের প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিয়েছেন এই আর্জেন্টাইন। ওয়েবসাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।