মানুষের বিনয়ী বৈশাখে
ফকির ইলিয়াস
==========================
যে ভোর সূর্য চেয়ে মাটিকেও বাড়িয়ে দেয় হাত
আমি আঁকি তার ছবি মানুষের বিনয়ী বৈশাখে
দেখে সেই লালছটা মেঘেরাও খুব কাছে ডাকে
বলে, এসো হে মানব-খুঁজে দেখো মানবী প্রভাত।
চলে যাই আরো দূরে, বৈঠার ঢেউ ভাঙে নদী
যেদিন প্রথম দেখি সেই দৃশ্য পাখির উড়ালে
কপোত মায়ায় ঘেরা বুনোছবি চুপ করে ডালে
অপেক্ষায় থাকে কার, কে গায় সুরেলা ত্রিপদী।
চোখের আড়াল হলে একই ভাবে তুমিও কী ডাকো
আমার নাম ধরে এই স্রোতে ভাসাও পরাগ
দিইনি কিছুই জানি ,শুধু কিছু সুখের বিরাগ
দেবো বলে ছুটে আসি, ঝড় হয়ে, যদি তুলে রাখো।
অথবা না রাখো যদি দাস করে তবু বলে যাই
বরণের প্রতিক্ষণে আমি হবো তোমার সানাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।