...........................
ছারপোকার কবল থেকে উদ্ধার পাওয়া বিরাট কঠিন কাজ। ছারপোকার কবল থেকে উদ্ধারের জন্য নীচের কাজ গুলো করে দেখতে পারেন। ছারপোকা মারার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
১। পোকা মারার পাউডার পাওয়া যায়, ছার পোকা যেইখানে বেশি থাকে সেইখানে ছিটায় দিতে পারেন।
এতে ছারপোকার উৎপাত কিছুটা কমবে।
২। কেরোসিন ভিজানো ত্যানা দিয়ে ছারপোকা ডলে ডলে মারতে পারেন। কেরোসিন গায়ে লাগা মাত্র ছারপোকা অক্কা পায়, এতে যদিও বিছানায় কেরোসিনের গন্ধ হবে, কিন্তু কেরোসিন উদ্বায়ী বলে গন্ধ পারমানেন্ট হবে না।
৩।
কয়েকদিন পর পর ছারপোকা মারবেন, তাইলে এরা নিয়ন্ত্রনে থাকবে। আমার অভিজ্ঞতায় এইটা বেশ কার্যকর বুদ্ধি।
৪। ছারপোকা ওয়ালা তোষক, জাজিম পলিথিনে মুড়িয়ে সিল করে দিয়ে ৬ মাস ফেলে রাখতে পারেন। ছারপোকা ১ মাস না খেয়ে থাকতে পারে।
৫। আরেকটা খুব কার্যকর বুদ্ধি হল গরম পানি। খাট বা চৌকিতে ফুটন্ত গরম পানি বদনায় ভরে কাঠের চিপায় ঢালতে পারেন। পানির স্রোতের সাথে মরা ছারপোকা ভেসে বের হবে।
৬।
লেপ তোষক, খাট, জাজিম, কাপড়, বালিশ -- কয়েকদিন কড়া রোদে ফেলে রেখে ছারপোকা নিধন করতে পারেন। এইটাও খুব কার্যকর বুদ্ধি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।