আমাদের কথা খুঁজে নিন

   

ছারপোকা

যেখানে হৃদয়ের লেনাদেনা শেষ............

জীবনের এই ক্রান্তি লগ্নে বলছি , আবেগতারিত কোন অবস্থান থেকে নয়, জীবন যুদ্ধের শেষ সৈনিক আমি অভিজ্ঞতার ঝোলাতে পরিপূর্ণ, যার হৃদয় চৈত্রের খরা রৌদ্রে আজ চৌচির ফুসফুস যার বিষাক্ত বাতাসে পরিপূর্ণ, চিন্তাশক্তি যার পরকালে দ্বিতীয় পদক্ষেপে আছন্ন মেঘেদের ঘর্ষণে পিষ্ট জীবন যার। এমন অবস্থান থেকে বলছি, তোমাকে আজও ভুলিতে পারিনি ! যে চোখের চাহনির প্রতিদানে, হাজারো পৃথিবী করা যায় ধ্বংস, শতকোটি মানুষের লাশের উপর যায় পদক্ষেপ অথচ বিবেকের আদালতে দাড়াতে হয় না কখনো সে চাহনি ভুলি কি করে? সত্তর বছর আছি চাহনির তাড়নায়, ঘুরেছি কত দেশান্তরের ঘূর্ণিপাকে পালিয়েছি কত জীবন থেকে জীবনান্তরে তবুও ছারপোকার মতো তা করেছি লালন। ব্যর্থতার ভারে আজ আমি ভারাক্রান্ত । রক্তচোষার মতো তা চুষেছে আমার সমস্ত কৈশোর, যৌবন ও বৃদ্ধকাল ! হায় ! এমনকি এই মৃত্যু লগ্ন ও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।