আমাদের কথা খুঁজে নিন

   

ইতালিতে বাস খাদে, নিহত ৩৬

স্থানীয় বার্তা সংস্থা এএনএসএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার প্রথম প্রহরে ইতালির দক্ষিণাঞ্চলের ক্যাম্পানিয়া এলাকার আভেলিনো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।  
বাসটি একটি ফ্লাইওভার থেকে তীব্রগতিতে নেমে আসার সময় কয়েকটি গাড়িকে আঘাত করে এবং এরপর রাস্তার পাশের ঢাল বেড়ে প্রায় ৯৮ ফুট নিচে গড়িয়ে পড়ে।  
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।  
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এ দুর্ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছেন। ওই বাসে শিশুসহ অর্ধশতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ফ্লাইওভারে কয়েকটি গাড়ি পড়ে আছে দোমড়ানো মোচড়ানো অবস্থায়; রাস্তার পাশে সারি বেঁধে রাখা হয়েছে লাশ।  
নিহতদের মধ্যে ওই বাসের চালকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই নেপলস-বারি হাইওয়ে বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার ব্রিগেড কর্মকর্তা পেলেগ্রিনো ল্যান্ডেলো ইতালীয় টেলিভিশনকে বলেন, “পরিস্থিতি খুবই জটিল। আমরা যতোজনকে সম্ভব উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

”   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.