ইতালির দক্ষিণাঞ্চলে ছোট্ট দ্বীপ লেমপেডুসার কাছে আফ্রিকান অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো প্রায় ২০০ জন। নৌকাটি লেমপেডুসার কাছে পৌঁছার পর এটিতে আগুন ধরে যায়। এরপরই পানিতে ডুবে যায় নৌকাটি। এদের বেশির ভাগই সোমালিয় এবং ইরিত্রিয়ান।
জানা যায়, নৌকাটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এদের সবাই ইতালিতে আশ্রয় পেতে নৌকায় করে সেদেশে পাড়ি জমাচ্ছিলেন।
বৃহস্পতিবার এ নৌকাডুবির সময় অনেকেই পানিতে ঝাঁপ দেয়। ফলে এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ।
এ পর্যন্ত ৯৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জীবিত উদ্ধার হয়েছে ১৫১ জনকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।