ইতালির প্রাতো শহরে চীনা মালিকানাধীন একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৭জনের প্রাণহানি ঘটেছে বলে জানা যায়। এছাড়া অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা ঘুমিয়ে থাকায় ও কারখানাটির ছাদের দরজা বন্ধ থাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে অগ্নিনির্বাপন কর্মকর্তারা জানান। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। নিহতদের নাগরিকত্ব সর্ম্পকে কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।
জানা যায়, কারখানাটি থেকে ধোঁয়া বের হচ্ছিল ও শ্রমিকরা সাহায্যের জন্য ছোটাছুটি করছিলেন। আগুনের তীব্রতা ভয়াবহ থাকায় দূর থেকে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।