কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
ইতালিতে আসতে ইচ্ছুক বাংলাদেশী ভাইদের জন্য সুখবর। ইতালি সরকার নতুন করে ওয়ার্ক ভিসার কাগজ জমা নেবে। তবে ্যারা ২০০৭ কাগজ জমা দিয়েছেন তাদের মন খারাপ করার কোন কারণ নেই। সরকার একই সাথে পুরুনো কাগজ নতুন করে পরীক্ষা করছে , তাতে করে অনেকেই ভিসা পাচ্ছে। তবে কেউ ভাবেন না জমা দিলেই ভিসা পেয়ে ্যাবেন।
এবং আমি ্যেটা সবাইকে বলতে চাই ইতালির বর্তমান অবস্থা খুব সুবিধার না। কাজের অভাব প্রচন্ড। কারন প্রতি বছরই ভিসা দেবার কারণে প্রচুর লোক আছে এখানে। কেউ বলবেন কাজ নাই তাহলে সরকার ওয়ার্ক ভিসা দেয় কিভাবে? সেই দোষটা আমাদেরই। কারন আপনি হয়তো জানেনা আপনার বোন বা ভাই কিন্বা দুলাভাই অথবা আপনার দালাল তার বাসায় কাজের বা তার দোকানের কর্মচারি প্রয়োজন এটা বলে ভিসার আবেদন করবে ।
হয়তো ভিসা পাবে । আপনি আসবেন ইতালিতে । কিন্তু কোন বিদেশীর বাসা্য় কি কাজের লোক দরকার আছে। তাই আপনাকে অন্য কাজ খুজত হবে। কেউ কেউ হয়তো টাকার বিনিময়ে কেন ইটালিয়ান দারা ভিসার জন্য আবেদন করে কিন্তু সেখানে ও তো একই কথা।
তবে অনেকে মালিকের মাধ্যমে আবেদন করলে তার কাজ নিশিচ্ত । কিন্তু এমন টা কজনে পারে । তাহলে বাকি ্যারা বাসার কাজে বা দালাল এর মাধ্যমে আসছেন তারা কাজ পাবে কোথায়। আর আসার পর আপনি হয়তো ১ বা ২ বছরের ভিসা পাবেন । ্যদি কোন কাজ না থাকে তাহলে আপনাকে টাকা দিয়ে নতুন ভাবে ভিসা নিতে হবে।
তবে ্যদি আপনি আমার মতো দুরভাগা হন তাহলে হয়তো আপনার জীবন বদলে জেতে পারে। কারণ আমি ইতালি এসেছি কাজ সহ । এখনো সেই মালিকের কাজ করছি। প্রতি মাসে ভাল টাকা বেতন পাচ্ছি। এবং আমার ইটালি আসতে খরচ হয়েছে মাত্র ৮৫০০০ টাকা।
বিমান ভাড়া। তার পরে ও আমি দুরভাগা । সেটা অন্য কেন সময় জানাব । কারণ ব্লগ অনেক বড় হলে কেউ রাগ করতে পারে । কাউ রাগতে বা কষ্ট দিতে চাই না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।