কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
ইতালিতে আমরা মোট কত বাংলাদেশী আছি তার কোন সঠিক হিসাব নেই। তবে আমি ্যত টুকু জানি কারিতাস র হিসাব মতে আমরা প্রায় ৭৫০০০ বাংলাদেশী ইতালিতে আছি। বাকি আরো প্রায় ৩০০০০ বাংলাদেশী ্যারা এখানে অবৈধ ভাবে বসবাস করছে তারা এখন প্রায় মানবেতর জীবন জাপন করছে। কারণ বর্তমান সরকার বিদেশীদের প্রতি অনেক কঠিন হয়েছে। ্যাদের কোন বৈধ কাগজ নেই তারা ফেরী বা রেস্টুরেন্টে কাজ করে থাকে কিন্তু কড়াকরির কারণে এখন তা কঠিন ।
এছাড়া ্যারা এখানে আমার মত ১ বা দের বছর ্যাবৎ এসেছেন তারাও খুব সুবিধায় নেই। কাজ পাওয়া অনেক কঠিন। এ ছারাও এখন পেরমেছছ ডি সৌজন্য মানে গ্রীন কার্ড পেতে অনেক সময় লাগে। আমি ইতালিতে প্রায় ১৯ মাস । কিন্তু এখনো আমার পেরমেছছ ডি সৌজন্য হাতে পাইনি।
দেশে সবাই ভাবে ইতালি মানে ইউরো কামানোর দেশ । ঠিক আছে , কিন্তু তার জন্য তো কাজ থাকতে হবে। আমার এক বন্ধু আগস্ট ২০০৭ এখানে আসে বৈধ ভাবে। ৩ মাস ্যে তাকে এনেছে তার কাছে ছিল । পড়ে প্রতি মাসে বাড়ি ভাড়া ১০০ এবং খাওয়ার জন্য ১০০ ইউরো বাকিতে থাকতে হয়েছে।
সে গত জুলাইতে কাজ পেয়েছে। বেতন ৮০০ ইউরো। থাকা খাওয়া ২০০ ও নিজের খরচ ১০০ । কিন্তু সে দেনা আছে ২০০০ ইউরো। টার ওপর সৌজন্য রিনিও করতে তাকে ১৫০০ ইউরো দিতে হবে কারণ তার কাজ ছিল না।
কাজ ছাড়া রিনিও হয়না। কবে সে তার দেনা ধোদ করবে। কবে বাবার ১০০০০০০ টাকা দেশে পাঠাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।