আমাদের কথা খুঁজে নিন

   

দাদাবাবুদের কিছু কীর্তিকাহিনী (কোলকাতা ভ্রমন)

পেশায় নাবিক নেশায় যাযাবর

শূন্য ইডেনে কেকেআরের প্রথম জয় 'আসুন ইডেন খালি রেখে শাহরুখের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। সৌরভ নেই, আমরাও নেই'-এ ধরনের অসংখ্য এসএমএস আছড়ে পড়ছিল কলকাতার মানুষের মোবাইলগুলোতে। শেষ পর্যন্ত তাই হলো। ইডেনে নাইট রাইডার্সের প্রথম ম্যাচে প্রায় ৬৫ হাজার দর্শকের স্টেডিয়াম খালিই পড়ে রইল অর্ধেক। যেন কলকাতার নিঃশব্দ বিপ্লব! খবরটা পড়ে অনেক দিন আগের কিছু কথা মনে পড়ে গেল ।

সমরেশ, সংকর , সুনীল , বুদ্বদেবের কল্যনে খুব ছোট বেলা থেকেই পরিচয় হয় কোলকাতা বাবুদের সাথে। সেই পরিচয় ঝালিয়ে নেবার সুযোগ এলো পেশাগত কারনে । একটি কোর্স করতে যাই কোলকাতা সেন সী মেরিন ইন্সিটিউট এ । সত্যি বলতে কি বোম্বে যাবার সুযোগ থাকলেও নিজের ইচ্ছাতেই কল্কাতাকে বেছে নেই । এয়ার পোর্টে নেমেই প্রথম ধাক্কা টা পেলাম কাস্টম দাদা বাবুদের কাছ থেকে ।

বাংলাদেশ থেকে যারা কোলকাতা যান তারা সবাই জানেন ধাক্কা টা কি রকম । এর পরই আপনাদের স্বাগতম জানাবে বাইরে অপেক্ষমাণ দালাল বাহিনী । ট্যাক্সি ভাড়া হতে শুরু করে হোটেল সবখানেই এরা কমিশন পাবে । হোটেল উঠে যদি ভাবেন সব সমস্যার সমাধান হয়েছে তাহলে আবারও ধরা খেলেন । এই হোটেল গুলোকে প্রতিদিন লোকাল থানাকে জানাতে হয় কতজন বাংলাদেশী আছেন এবং তাদের পাসপোর্টের ফটোকপি দিতে হয় ।

যারা কলকাতা যেতে চান( প্রথম বার ) তাদেরকে বলছি আপনারা কোন অবস্তাতেই বুঝতে দেবেন না যে কলকাতাতে এটাই আপনার প্রথম সফর । আর হোটেল থেকে যখন বলবে থানার রিপোর্ট করার কথা বলবেন এটা তাদের ব্যাপার । তানাহলে এজন্য নিয়মিত টাকা দিতে হবে । আর চেষ্টা করবেন বাস, ট্রাম , মেট্রো জাতীয় লোকাল ট্রান্সপোর্ট ব্যাবহার করতে কারন পুরা ইন্ডিয়া জুরে ট্যাক্সি চালকদের দুর্নীতি কুখ্যাতি অর্জন করেছে । ইন্ডিয়ানরা নিজেরাই যেখানে ভুক্তভুগি সেখানে বাইরের লোকজন কিছুই না ।

আর যে সব ট্যাক্সি চালক একজন সহকারী নিয়ে ট্যাক্সি চালায় ভুলেও তাদের ট্যাক্সিতে উঠবেন না । ডলার ভাঙ্গানর সময় খুবই সাবধান থাকবেন । অনেক দালাল চক্র আপনাকে বেশি রেট দেবার লোভ দেখাবে , বলবে সাথে কাগজও ( Documents ) দিব বাবু ! কিন্তু তাদের হাতে দিবেন তো হাওয়া !। একবার আমাদের এক সহকর্মী মুম্বাইতেও এরকম ধরা খেয়েছিল । তাছারা Fake Dollar বলে পুলিশের কাছে নিয়ে যেতে চাইবে ভঁয় দেখনোর জন্য ।

অনেক সময় নিজেকেই পুলিশ বাহিনীর লোক পরিচয় দিয়ে বলবে Illegal উপায় আপনি Dollar ভাঙ্গাচ্ছেন ইত্যাদি । Dollar ভাঙ্গানোর কাগজ গুলো এয়ারপোর্ট পর্যন্ত সাথে রাখবেন । কারনে ওখানে দেখতে চাইবে । মানিব্যাগে কোন রুপীই রাখবেন না আসার সময়। বিবিধ কারন দেখিয়ে কাস্টম দাদারা রেখে দিতে চাইবে ।

সবচেয়ে ভাল হয় যদি ইন্টারন্যাশনাল কোন কার্ড থাকে । সকল প্রশ্নের উত্তর কার্ডটি দেখিয়ে দিবেন । প্রথম বার যখন কলকাতাতে গিয়েছিলাম অনেক ঝামেলা হয়েছিল । তাই আপনাদের সাথে শেয়ার করলাম । আর একটি কথা ।

যারা বাই রোডে আসা যাওয়ার কথা ভাবছেন তারা অবশ্যই বেশ কিছু ভাংতি টাকা(রুপি) সাথে রাখবেন। কারন পুর রাস্তা জুড়েই আপনাকে দিতে হবে পুঁজর চাদা । একটু পরপরই আপনার ট্যাক্সি আটকাবে এবং চাদা চাইবে না দিলে যেতে দিবে না । আর ট্যাক্সি ড্রাইভার ও এদের সাথে জড়িত । কারন অন্যান্য ট্যাক্সি আটকাবে না কিন্তু আপনার ট্যাক্সি ঠিকই আটকাবে ।

আমার লেখা পড়ে আবার বেশি ভড়কাবেন না । কারনে একটু সতর্ক থাকলে আর সমস্যা হয় না । পেশাগত কারনে ইন্ডিয়ার অনেক শহরেই ভ্রমণের সুযোগ হয়েছিল । বিচিত্র সেই অভিজ্ঞতা । দলবল নিয়ে নিয়ে গেল ভালই লাগবে ।

একই দেশে এত বিচিত্র আচার সংস্ক্বতি আর কোঁথাও পাবেন না । সময় ও সুযোগ পেলে তাও ব্লগে লেখার আশা করছি । তবে তার আগে কলকাতার ভাল লাগার বিষয় গুলো নিয়ে আর একটা লেখা লিখব । মনে হচ্ছে লেখাটা খুব নেতি বাচক হয়ে গেছে । সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।

ভাল থাকবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।