গতকাল বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়া থুড়ি শেন ওয়াটসনের কাছে হেরেছে তাতে শোতার্ত না হয়ে উপায় নেই। কাল একদিনেই বাংলাদেশের বিপক্ষে যে পরিমান বিশ্বরেকর্ড হয়েছে বাংলাদেশ যখন বিশ্ব ক্রিকেটে শিশুতুল্য ছিলো তখনো এতো রেকর্ড হয়নি। ভালো দল হবার পর এইসব শুরু !
বর্তমান নির্বাচকবৃন্দ আর কোচ জেমি সিডন্স মিলে যা শুরু করছেন তাতে আমরা যে কোন অতলের পথে যাত্রা করেছি তার জবাব হয়তো সময়ই দেবে।
কাল মাশরাফি কেন বাদ গেলেন তা-ও এক রহস্য। অলক কাপালীকে নেয়া হলো খেলানো হচ্ছে না কেন ?
দল নিয়ে দলবাজী কতো চলবে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।