আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটের উপর কি অভিশাপ পড়ল?

পতাকা চাই ছাদে ছাদে দেশের পক্ষে।

আমি ছোট থেকেই ক্রিকেটের অনেক বড় পোকা। আমার অনেক পছন্দের দল গুলোর মধ্যে বাংলাদেশ,পাকিস্তান,শ্রীলঙ্কা,দক্ষিণ-আফ্রিকা। কিন্তু এ কি অভিশাপ পড়ল খেলাটার উপর??এই ধরণের নোংরামি না করলে কি চলত না পাকিস্তানি ক্রিকেটারদের?দেশের এই ভয়ানক বন্যায় যেখানে মানুশ অসহায় সেখানে দেশের মানুষের জন্য কিছু করবে তা না। ।

এইতো সেই জাতি যে শুধু নিজের কথায় চিন্তা করতে পারে। খেলা এমন একটা অঙ্গন আমার কাছে যেখানে কোনো রাজনীতী চলতে পারে বলে আমি মনে করিনা। সেই ছোট বেলায় দেখা ওয়াসিম,আনোয়ার,ওয়াকার,ইনজি...আমাকে করেছিল এক ক্রিকেটপাগল। কিন্তু আজ অনেক কষ্ট হচ্ছে এভাবে কলঙ্কিত হচ্ছে ক্রিকেট। ।

! এই ঘটনার পর তো আমি আল্লাহ্ কে ধন্যবাদ জানাই ১৯৭১ এ আমরা এই ধরণের নিষ্টুর একটা জাতির নাম থেকে নিজেদের একটা পরিচয় দাড় করিয়েছিলাম। আমাদের ক্রিকেটে যেন এই ধরণের অপশক্তি গ্রাস না করে এই কামনা থাকল। আমার বিশ্বাস আমাদের দেশের ক্রিকেটাররা জানে দেশের মানুষ তাদের কতটা ভালবাসে। তারা এর মুল্য দিবে ইনশাল্লাহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।