***** ইমান,চরিত্র,সততাই মূল কথা। ******
হোয়াইট হাইজে বারাক ওবাম বরাবর পিটিশান করেছে আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠন । বাংলাদেশে বিরোধীদের দমন পীড়ন রাজনেতিক ও সাংবাদিক হত্যা, মানবধিকার লংগন ,নাগরিক অধিকার খর্ব করায় উদ্বেগ প্রকাশ করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধেপিটিশান খোলা হয়। এই এটি খোলা হয়েছে ১৪ ফেব্র“য়ারীতে চলবে ১৮ র্মাচ পর্যন্ত। এ সময়ের মধ্যে ১ লক্ষ ভোট পড়লে এই বিষয়ে বিবৃতি দিবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কি ভাবে ভোট করবেন?
১) নিম্মের সাহটে গিয়ে আপনাকে ক্রিয়েট এন একাউন্ট(Create an Account) এ ক্লিক করতে হবে।
https://petitions.whitehouse.gov
এরপর প্রথমে আপনার ই-মেইল ঠিকানা লিখুন,তারপর আপনার নামের প্রথম ও শেষ অংশ লিখুন,জিপ কোড় লিখার দরকার নেই এবারে স্কিনে প্রদত্ত কোড়টি টাইপ করে ক্রিয়েট এন একাউন্ট(Create an Account) এই অপশনে ক্লিক করুন। আপনার মেইলে একটি লিংক যাবে।
২) আপনার মেইলের লিংকটিতে ক্লিক করুন। নতুন একটি পেইজ খুলবে তার ওপেন পিটিশন Open Petitions ক্লিক করুন।
এবার পপুলার Popular অপশনে ক্লিক করুন এরপর
Express concern against the International War Crime Tribunal and Mob Justice in Bangladesh
এই লিখাটি খুজে তার উপর ক্লিক করুন
এরপর সিগ্ন দিস পিটিশান SIGN THIS PETITIONSG লিক করে আপনার ভোট দিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।