আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাক ভার্সেস হোয়াইট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

বর্ণবাদ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমার বিবেচনায় বেশির ভাগ মানুষই বর্ণবাদী। সম্ভবত পরিবেশ আর পারিপাশ্বর্িকতা এর বড় একটা কারণ। নিজ ভূমে এখনো যাযাবর জীবনযাপন করে আদিবাসী আমেরিকানরা। তাদের উপর যে মর্মান্তিক নির্যাতন প্রতিটি আমেরিকান সরকার চালিয়েছে তার বিচার করলে প্রতিটি সরকার প্রধানের মৃতু্যদন্ড হওয়ার কথা। তাই স্মৃতিতে বার বার ফিরে ফিরে আসে আঙ্কেল টম!!!!! [রং=নষধপশ] Black Vs White -------------- "When I born, I Black, When I grow up, I Black, When I go in sun, I Black, When I scared, I Black, When I sick, I Black, And when I die, I still Black..... AND You white fellow, When you born, you Pink, When you grow up, you White, When you go in sun, you Red, When you cold, you Blue, When you scared,you Yellow, When you sick, you Green, And when you die, you Gray.... And you call me colored?????" [/রং] এই কবিতাটা একটা আফ্রিকান শিশুর যেটি 2005 সালে সেরা কবিতা নির্বাচিত হয়েছিলো। আজ ডায়েরী উলেটাতে গিয়ে চোখে পড়লো, তাই তুলে রাখলাম ব্লগের পাতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.