আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াইট বেলুন

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

হোয়াইট বেলুন ইরানি ছবি। পরিচালক জাফর পানাহি। ছবিটি তৈরি হয়েছিল 1995 সালে। এর চিত্রনাট্য লিখেছেন আরেক বিখ্যাত ইরানি ফিল্মমেকার আব্বাস কিয়োরোস্তামি।

হোয়াইট বেলুন দারুন ছবি। সবচেয়ে মজার বিষয় এই ছবির সাদা বেলুন অলা এক বালকের উপস্থিতি। নতুন বছরের আগের দিনের ঘটনা। কিছুক্ষণের মধ্যে দোকান-পাট সব বন্ধ হয়ে যাবে। কিন্তুতার আগেই রেজিয়া নামের ছোট বাচ্চা মেয়েটি চায় তাকে গোলড ফিশ রাখা ছোট একুরিয়াম কিনে দেওয়া হোক।

অনেক চেষ্টা-চরিত্র করে সে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করে বটে কিন্তু ততক্ষণে দোকান খোলার সময় প্রায় শেষ হয়ে এসেছে। ছুটতে থাকে রেজিয়া। কিন্তু হাত থেকে টাকা পড়ে যায় ড্রেনে। অনেক সময় ধরে চেষ্টা করেও যখন উদ্ধার করা যাচ্ছে না তখন তার সাহায্যে এগিয়ে আসে বেলুন বিক্রেতা একটি ছেলে। বেলুন বাধা লাঠি দিয়ে রেজিয়ার টাকা উদ্ধার করে দেয়।

রেজিয়া দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত পৌছাতে পারে গোলড ফিশের দোকানে। আনন্দিত মনে ফিরতে থাকে। আর বেলুন বিক্রেতা ছেলেটি একা বসে থাকে দোকানের সিঁড়েতে। রেজিয়া ফিরেও তাকায় না। চাইলড সাইকোলজি নিয়ে দারুণ ডিল করেছেন জাফর পানাহি।

টান টান উত্তেজনার ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।