আমাদের কথা খুঁজে নিন

   

screen-shot তৈরী করুন সহজেই!!!



আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? এটা আমার ব্লগের প্রথম post। তাই কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আমাদের অনেককেই অনেক সময় (বিশেষ করে যারা অনলাইনে দু-চার ডলার আয় করি তাদের employer এর কাছে job এর প্রুফ সাবমিট করতে গিয়ে) কোন document বা অন্য কোন content এর screen-shot নিতে ঝামেলায় পরতে হয়। আমিও আগে মনে করতাম এই কাজটা করতে বুঝি কোন ক্যামেরা বা অন্য কিছুর সাহায্য নিতে হয়।

কিন্ত বিশ্বাস করুন কাজটা করা খুবই সহজ। এবার প্যাচাল বাদ দিয়া কাজের কথায় আসি। কাজটি করতে নিম্নলিখিত step গুলো অনুসরন করুনঃ ১) প্রথমে যে document/content এর screen-shot নিবেন সেটিকে current page অবস্থায় screen এ show করুন। ২)এবার কী-বোর্ড থেকে Alt বাটন চেপে ধরে Print Screen বাটন প্রেস করুন। ৩)এবার start menu থেকে All Programs এ Accessories এর Paint Program টি চালু করুন।

অর্থাৎ Start -> All Programs -> Accessories->Paint এ click করুন। ৪) অতঃপর Ctrl বাটন চেপে ধরে v বাটন প্রেস করুন অর্থাৎ screen-shot টি paste করুন। চাইলে Edit menu থেকেও paste করতে পারেন। ৫)এবার আপনার নেওয়া screen-shot টি save as type থেকে আপনার কাঙ্খিত File Name ও File type সিলেক্ট করে save করে ফেলুন। তৈরী হয়ে গেল আপনার কাঙ্খিত screen-shot টি।

কোন সমস্যা হলে comments দিতে ভুলবেননা। সবাই ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.