আমাদের কথা খুঁজে নিন

   

আমি হারতে চাইনি...

কালো রঙের আর্তনাদের মাঝেও খুজি একরাশ রঙিন জীবন..একমুঠো আনন্দ...

আজকের সকাল ছিল নিষ্পাপ আলোর বর্ণছটায় , সূর্য ছায়ায় নির্মল , বেলা গড়ান দুপুরও নিয়ে এল একরাশ ক্লান্তি... শেষে ব্যাস্ত কোলাহল ; বিকেলের মায়ামাখা বিদায় রোদ্দুরে দিতে চেয়েছিলাম আলতো ছোঁয়া । গোধূলিবেলাতে পাখির শেষ কাকলীতে দাঁড়িয়ে দেখেছি নতুন রাতের আগমন... আর... লুকিয়েছি অশ্রু- ধোঁয়া । রাত যখন ছড়িয়ে দিল স্বপ্ন নিংড়ানো এক অমোঘ কালোর বিষাদ... আমি আকাশকে বলি- আমি তো হারতে চাইনি! শুধু বানিয়েছিলাম কাঁদা- মাটি গড়া কল্পনা স্বর্গ... আমার তো ছিলোনা কোন উচ্চাকাঙ্ক্ষা... কোন অভিমান বা আহ্লাদ ? তবুও কারো নষ্ট অতীত আমাকে হারিয়ে দিল ... আমার অপরাধ? খুঁজে পাইনি... শুধু হয়তো করেছিলাম বিশ্বাস । তবে অনেক ভুল ছিল... "মিথ্যার" শক্তি বেশি ছিল... সেই আমাকে হারাল ; কিন্তু , এই ভগ্ন কল্পনার টুকরো হাতে বার বার বলি... আমি হারতে চাইনি... কারো ভুলের কাছে হেরে যাওয়ার আগে জীবনের হার মেনে নিয়ে... চলে গেলাম । দেখেছিলাম স্বপ্ন, ভুলেছিলাম অতীত... তবুও এই হার চাইনি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.