আমাদের কথা খুঁজে নিন

   

আমি হারতে পছন্দ করি না : ধোনি

পড়ন্ত বিকালে অনুশীলন করে ভারতীয় দল। প্রাকটিস বলতে নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে শেরেবাংলা স্টেডিয়ামের এক পাশে ফুটবল ম্যাচ খেলা। শেষ দিনে কঠোর কোনো অনুশীলন করেনি তারা। শুধু একটুখানি গা গরম করেছেন। অবশ্য কঠোর অনুশীলনের পক্ষপাতীও নন ভারতীয় অধিনায়ক! ক্রিকেট ক্যারিয়ারে পারফরম্যান্স নিয়ে কখনোই কথা শুনতে হয়নি মহেন্দ্র সিং ধোনিকে, কিন্তু অনুশীলনে ফাঁকি দেওয়ার জন্য মাঝেমধ্যে কোচের বকা খেতে হয় তাকে।

হয়তো ক্রিকেটের ইতিহাসে ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি কখনো জিম করেন না। তাই বলে কখনো কিন্তু তিনি আনফিট ছিলেন না। জিমের পরিবর্তে তিনি অনেক বেশি দৌড়াতে পছন্দ করেন। কখনো ফুটবল খেলেন। কখনো বা ব্যাডমিন্টন খেলে নিজেকে ফিট রাখেন।

খাদ্যাভাস নিয়েও দারুণ সতর্ক ভারতীয় দলপতি। ঠিক যেমন সতর্ক জয়ের ব্যাপারে। ধোনির নেতৃত্বে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হারেনি ভারত। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ফর্মহীন ভারতকে তিনি এনে দিয়েছেন শিরোপা। ধোনির নেতৃত্বেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় শীর্ষে ছিল ভারত।

তাহলে কি আজ কিছু একটা ঘটাতে যাচ্ছেন ধোনি? কোনো রাখ ঢাক না করে কাল সরাসরি বলেছেন, 'আমি হারতে পছন্দ করি না। ' যেকোনো কঠিন পরিস্থিতিতেও ধোনি মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারেন বলেই ক্রিকেট বিশ্বে তিনি 'ক্যাপ্টেন কুল' নামে পরিচিত। তার সফলতার গ্রাফটাও অনেক ওপরে। রহস্য কি? 'মানুষ মাত্রই আবেগ অনুভূতি থাকবে। এটাই স্বাভাবিক।

কিন্তু আমি সব সময় চেষ্টা করি আবেগকে সংযত রাখতে। সব সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করি। আমার কাছে সবার আগে দায়িত্ববোধ। ' ধোনি বলেন, 'আমাদের দলে ভালো মানের অনেক ক্রিকেটার আছে। এজন্য চাপটা কম থাকে।

বেশ কয়েকজন স্পেশালিস্ট টি-২০ ক্রিকেটার আছে। যা আইপিএলেও ভালো করেছে এখানেও দারুণ খেলছে। তাছাড়া আমি যখন মাঠে থাকি তখন শুধু ক্রিকেট নিয়েই ভাবি। অন্য কিছু আমার মাথায় থাকে না। ক্রিকেটে পুরো মনোযোগ থাকে বলেই সিদ্ধান্তও সঠিক হয়।

' ২০০৭, ২০১১ এবং ২০১৪ তিন তিনটি বিশ্বকাপে শিরোপা আপনার ঝুলিতে উঠতে যাচ্ছে। কেমন লাগবে? ধোনি বলেন, 'জিতলে অবশ্যই এটা একটা বড় অর্জন হবে। আমি বিশ্বাস করি ভালো খেলতে পারলে ভালো ফল হবেই। '

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.