চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
তুষার তালুকদার
জীবনের গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা_এসএসসি এবং এইচএসসিতে মনের মতো ফল করতে পারেননি। ভালো করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও। স্বপ্ন ছিল ডাক্তার হবেন, মেডিক্যালে টিকতে না পেরে সে স্বপ্নও ভেস্তে গেল! পড়ালেখা করতে হবে_এ কারণেই মনের বিপক্ষে তিনি ভর্তি হয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিতে। তবে মন বসাতে পারেননি সেখানেও। শেষ পর্যস্ত ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে পরের বছর পরীক্ষা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির পর থেকেই তাঁর নতুন জীবন শুরু। ফলাফল_২০০৭-০৮ শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষায় তিনিই সবার সেরা। প্রথম শ্রেণীতে প্রথম হয়ে মাহবুবুল হক ওসমানী লাভ করেছেন শতকরা ৬৩ ভাগ নম্বর। কেমন লেগেছে ফল জানার পর_'তখন বাড়িতে ছিলাম। ফোনে খবরটি জানার সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলাম মায়ের কাছে।
মা আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। এটাই আমার জীবনের পরম পাওয়া। ' ভালো ফলের রহস্য জানালেন তারপর_'নিয়মিত ক্লাস, দিনের পড়া দিনে শেষ করা, ক্লাস লেকচার এবং তত্ত্বের সঙ্গে বাস্তবের মিল খোঁজার চেষ্টাই আমাকে এ সাফল্য এনে দিয়েছে। ' এই দারুণ ফলাফলের পেছনে বন্ধু এবং শিক্ষকরাও অনুপ্রেরণা জুগিয়েছেন, জানালেন ওসমানী। ব্যক্তিজীবনে দারুণ আড্ডাবাজ এই মেধাবী ছাত্রের অবসরের সঙ্গী ওয়াসিম, বিপ্লব, তামান্না, রীনা ও মৌলি।
বিকেলটা তাঁদের সঙ্গেই কাটান তিনি। কখনো দলবেঁধে ছুট দেন পুরান ঢাকার পথে, ঘোড়ার গাড়িতে চেপে। আবার কখনো চলে যান মিরপুর বেড়ি বাঁধে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য।
ভালো ফলের জন্য ওসমানীর ঝুলিতে এখনই জমা পড়েছে বিভাগের সম্মাননা 'সিতারা পারভীন পুরস্কার'। পেতে যাচ্ছেন 'নভেরা দীপিতা পুরস্কার'ও।
এটি দেওয়া হয় বিভাগের প্রথম শ্রেণীতে প্রথম হওয়া ছাত্রকে। এর আগেই তিনি পেয়েছেন 'ডিনস অ্যাওয়ার্ড' এবং 'রাষ্ট্রপতি পুরস্কার'। অবসরে লেখালেখি করতে ভালোবাসেন। ইতিমধ্যে একাধিক লেখা ছাপা হয়েছে বিভিন্ন জার্নালে। এবিসি রেডিওর স্টাফ রিপোর্টার ওসমানী এখন স্বপ্ন দেখেন, একসময় পড়াবেন বিশ্ববিদ্যালয়ে।
যাঁরা তাঁর মতো এমন দারুণ ফলের স্বপ্নে বিভোর, তাঁদের জন্য ওসমানীর পরামর্শ_'ভালো করার জন্য সিলেবাসের বাইরের পড়ালেখাও খুব প্রয়োজন। '
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।