মানবতার পাঠশালার সার্টিফিকেটহীন শিক্ষক জয়নাল আবেদিন
জয়নাল আবেদিন রিকশা চালিয়ে গড়েছেন স্কুল, হাসপাতাল, মাদ্রাসা আর মসজিদ। কোন প্রচলিত প্রতিষ্ঠান হতে শিক্ষাগ্রহণ করেনি কিন্তু তাঁর মানবতার দর্শন অনেক উচু। নেই পোষাকী বাহার, আর কথার চাতুরতা। তবে আছে মন জুড়ানো হাসি। এই মানবতাবাদী মানুষ বলল একসময় সাহায্য চাইতে গেলে কেহ কেহ তাকে ভন্ড, মিথ্যাবাদী বলছে।
কারণ তিনি তাদের দেওয়া ফরমেট অনুসারে লিখিতে পারেনি। তথাপিও তিনি থেমে থাকেনি। ছুটে চলেছেন তার লক্ষের দিকে।
জয়নাল আবেদিন সম্পর্কে আমার পরিচয় আমার ছোট ভাই সাইফুল আলমের blog হতে। বন্ধু ইবনুল সাইদ রানা এবং সাইফুল আলমকে দেখছি তাকে বিভিন্ন সহযোগিতার জন্য ছুটে চলতে।
তাদের ধন্যবাদ এই মানুষটার জন্য তাদের ছুটের চলার জন্য....
জয়নাল আবেদীন ভাই অনেক বড় মাপের মানুষ। আমরা প্রতিদিন বাঁচি নিজের জন্য। জয়নাল আবেদীন ভাই বাঁচেন মানুষের জন্য। তিনি মানুষের মতো মানুষ...
বিস্তারিত তথ্য:
http://www.prothom-alo.com/detail/news/181726
http://www.sangbad24.net/?p=60417
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।