আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার ফুল

শাফিক আফতাব--------- আমি কতবার মানবতা নামক একটি ফুলের জন্য মানুষের পায়ের কাছে মাথা কুঁটে মরেছি, চোখের জলে বোঝাতে চেয়েছি মানবতার ফুলটি খুবই দরকার আমার, আমি কতবার মানুষের দ্বারে বাধ্যানুগত পোষা কুকুরের মতোন মানবতা নামক একলোকমা খাবারের জন্য দীর্ঘ প্রতীক্ষা করেছি, তবু এই মাটির পৃথিবীর মানুষ ফিরে তাকায় নি ; তাঁরা দীর্ঘ প্রতিবেদনে পত্রিকার পাতা ভরে ফেলে তাঁরা সবুজ খাসময় খোলা ময়দান গরম করে কথিত মানবতা বুলিতে ; তাঁরা নিরন্ন মানুষের অধিকারের কথা বলে তাঁরা প্রান্তিক আর তৃণমূলের পুনর্বাসনের কথা বলে অথচ দেখুন আমন্ত্রিত জলসায় সম্মানীর একটু ঘাটতিতে পেঁচামুখ তার, মেঘময় বর্ষার গোমড়াবদন। সমাজ গড়াবার দরকার নেই তাঁদের সে নিজকেই গড়াক, আমি যাদের পায়ের কাছে মানবতার ফুুলের জন্য মাথা কুটে মরেছিলাম, এখন লাথি মারি কেনো না আমি শ্লোগানে মুখরিত করিনা রাজপথ, আমি সমাজ গড়াবার নামে ময়দান উত্তপ্ত করিনা, আমি ছোট্ট একটি ক্ষুদেজীব ; আমি নিজকেই গড়াতে নিমগ্ন ; এভাবে প্রতিটি ব্যক্তি যদি নিজকেই গড়ায় আর সেই গড়ানো লোকসকলে যদি গড়ে ওঠে সমাজ তাহলে আামাদের সমাজে মানবতা ফুল ঠিকই ফুটবে। নিসর্গ : ঢাকা ২০.০৫.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।