কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ এসো সব বিভেদ ব্যথা ভুলে দাঁড়াই নিপীড়িত মানুষের মঙ্গলে। করি প্রসারিত আমাদের হাতগুলো নিষ্পেষিত মানবতার কল্যাণে। আমরা চাই ব্যবধান করতে দুর বিশ্বের সকল দরিদ্র্য ধনীদের। আর্ত-মানবতার দীক্ষা ছিল ছিল এক বুক ভালবাসা। নতুন করে কি পারি না বিদায় জানাতে অহমিকা। আমরা চাই ব্যবধান করতে দুর বিশ্বের সকল দরিদ্র্য ধনীদের। কোন লাভ-ক্ষতির হিসাব নয়, নয় কোন রাজনৈতিক হিস্যা। করে যাবো সকল কাজ নিঃসার্থে এই হওয়া চাই মানবিকতা। আমরা চাই ব্যবধান করতে দুর বিশ্বের সকল দরিদ্র্য ধনীদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।