tarequeahmed
পথিক আমি। পথচলার প্রচন্ড মাতালীপনা
আমাকে নামিয়েছিলো পথে । সেই কত কাল !
হিসেব কষে বের করা যাবেনা । কখনোই ।
জীবন নদীর বাঁকে, মোহনায়, অথবা তীব্র
খরস্রোতে পাঁক খেতে খেতে এ পথচলা ।
নির্বিঘ্ন অথচ, অনিশ্চিয়তায় ক্লান্ত । আমি।
কখনো বৃত্তটির ভেতর হাজার বছর থেকে
জমে থাকা শেওলার ঘাড় আস্তরণে অচল রাস্তা ।
আবার, কখনো উচুঁ নিচুঁ বন্ধুর পান্থশালা।
প্রচন্ড তাপদাহে চৌচির হয়ে যাওয়া পৃথিবী ।
অথবা,উন্মাদ হস্তিনির মতো কালো মেঘের
সাথে ঝড়ো সাইক্লোনের উদ্ভট মিঁশেল।
আমাকে থামাতে পারেনি। আমি অদম্য ।
কিন্তু,বারবার এ পথটি দীর্ঘ থেকে দীর্ঘতরের দিকে
এগিয়ে যাচ্ছে গভীর অন্ধকারের অন্ধতম সাঁকো।
একটা হাতল অবশ্য দেয়া আছে -
অমাবশ্যার অন্ধকার আমর হাতকে হাতল ধরতে
দিচ্ছে না।
কেনো ? উত্তরহীন প্রশ্ন ।
হয়তোবা আমার কাছে এই প্রশ্নের কোন মানেই নেই
এ অনন্ত গতীময়তায় আমি অতিক্রম করছি-
অন্ধকারের যাপিত দৈর্ঘ । হিরোশিমার
"লিটলবয়" আর নাগাসাকির "ফ্যাটম্যান" আমাকে
কিছু সময়ের জন্য হলেও স্তব্ধ করে দিয়েছিলো।
এই একদিন ই শুধুমাত্র আমাকে গালে হাত দিয়ে
বসিয়ে ছিলো । হয়তোবা অশ্রু ও ঝরিয়েছিলাম।
মহাকালরে দুরন্ত পথিক আমি।
চলমান শতকের এই প্রান্তে দাঁড়িয়ে ও আমাকে মসৃন
পথের খোঁজ করতে হচ্ছে। ভয় আমাকে আকঁড়ে ধরেছে।
ইচ্ছা হলে সাগরে লাফ দিয়ে সৃষ্টির সবকিছু
নস্যাৎ করতে পারি । তাতে ও সিদ্ধান্তহীনতা ।
একটু থামলাম। দেখে যাই এই পৃথিবী নিয়ে
কে একজন খেলেছে । শুধুমাত্র এই খেলাটাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।