মুফতি ফজলুল হক আমিনীর পর এবার হুশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেন, সাপের লেজ দিয়ে কান চুলকালে সাপের বিষে দংশিত হবেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ নারীনীতি নিয়ে আইন পাস করায় তিনি এমন কথা বলেন। তিনি বলেন, কোরআনের ওপর হাত দেয়ার পরিণামে জনগণ তাদের মসনদচ্যুত করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম চরমোনাই আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে এসব কথা বলেন। তিনি শনিবার সন্ধ্যায় নারী উন্নয়ন নীতিমালা ও জাতীয় শিক্ষানীতি সংশোধন এবং ফতোয়াবিরোধী হাইকোর্টের রায় বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক বিশাল সমাবেশে এ কথা বলেন। শহরের কাউতলী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুল হামিদ। বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম, সৈয়দ আনোয়ার হোসেন লিটন, মুসলেহ উদ্দিন ভূঁইয়া, জহিরুল ইসলাম, নিয়াজুল করীম, মাওলানা সহিদুল্লাহ প্রমুখ।
সূত্র আমার দেশ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।