I always tell the truth. Even whn I lie.
যারা নেটের নিয়মিত ইউজার তাদের প্রায় সকলেরই পারসোনাল একটা সাঈট থাকে। কারন নেটে খুব সহজেই ফ্রি সাঈট পাওয়া যায়।
তাছাড়া অনেকে ডোমেনেম কিনেও সাইট বানান। আমার একটা ফ্রি সাঈট আছে। আপনাদের যাদের বিভিন্ন রকম দরকারি সাঈট আছে।
তার ফিচার আর লিঙ্ক দিয়ে যান। তাহলে খুব ভালো হয়।
আর যাদের নেই তারা যেকোনো একটি প্রয়জনিয় সাঈটের নাম দিয়ে যেতে পারেন।
আমার সাঈট হলো বি্ডিগল্প।
এখানে মূলত আমি আমার কথা ও ভালোলাগার সব কিছু শেয়ার করেছি।
১ মাস বয়স এই সাঈটের ইউজার আছে অনেক। আপ্নিও আসুন/।
অব্যশই আড মুক্ত লিঙ্ক দিবেন না হলে আমি মুছে দিব
এই পোষ্টে বিভিন্ন রকমের সাইট এসেছে। আর এর মধ্যে থেকে আমি কিছু কিছু নিয়ে একচটা আলাদা সাইট খুলেছি। এই সাঈটের কাজ হলো বাংলা অপ্রকাশিত সাঈটগুলোকে পরিচয় করিয়ে দেওয়া।
এখানে আসুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।