যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বাউলদের মত নিরীহ প্রাণী এ ভূ-তল্লাটে খুঁজে পাওয়া মুশকিল। প্রথম যখন সংবাদটা শুনলাম ভয়াবহ নিষ্ঠুরতা মনে হলো। এদেশে বাউলিয়া-সহজিয়া নামে কয়েকশ বছরের এক ঐতিহ্য বহমান, জানামতে তাদের শত্রুর কোনো খবর পাওয়া যায় না। সেই জীবননিষ্ঠ, সহজ মানুষগুলোকে কিছু কুপমন্ডুপ যখন নির্যাতন করলো - সমাজের ভয়ংকর এক বাস্তবতাকে তুলে ধরে।
আজকে একটা ইমেইল পেলাম।
যেখানে লেখা আছে, "রাজবাড়ীতে বাউল-ফকিরদের নিপীড়নের প্রতিবাদে এবং অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের ফোরাম সংস্কৃতি মঞ্চ। ১২.৪.২০১১ ,মঙ্গলবার, বিকাল ৪টায়, শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সংস্কৃতি মঞ্চ-র এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নবীন-প্রবীন সংস্কৃতিকর্মীরা যোগ দেবেন। সংবেদনশীল সকলকে এই প্রতিবাদে সামিল হওয়ার আহবান জানিয়েছে সংস্কৃতি মঞ্চ। "
পড়ে মনে হলো এমন একটা কিছু হোক - সেটাই যেনো চাইছিলাম।
এই সহজ মানুষগুলোর জীবনাচার যারা পাল্টে দিতে চায় শক্তি প্রয়োগ করে - তাদের শাস্তি হওয়া প্রয়োজন।
১২ তারিখে যারা প্রতিবাদে অংশ নিচ্ছেন তাদের সাথে আমিও প্রতিবাদ জানাতে চাই। যদি সাহস থাকতো সেরকম তাহলে হয়তো সেই বাউল নির্যাতনকারী শুয়োরগুলোর পাছায় কষে একটা লাথি মেরে আসতাম!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।