আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগঃ আমাদের আশার আলোর এক অনন্য বাতিঘর

আমি কখনই বলব না বিএনপি এবং আ.লীগ একই কাতারের দুটো দল। যারা এই কম্মটি করে তারা খুব ভুল করেন। সত্যি বলতে এখন সময় নয় এই তর্কটা তুলার। আমার অনেক পরিচিত বন্ধুরা দেখি প্রায় বলেন যে আ.লীগ আর বিএনপি একই গোয়ালের দুটো গরু। দুটো দলই ক্ষমতা চায়।

আমি এর তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানাই এ কারনেই যে আমি আ.লীগ এবং বিএনপির জন্ম ইতিহাসটা পড়েছি। আ.লীগ মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটা দল। আর বিএনপি বন্ধুকের নল থেক উৎসারিত । বিএনপি এবার এই জঙ্গী জামাতের সাথে গাঁট বেধে গোটা দেশবাসীর কাছে আবার তাদের পুরনো চেহারাটা নতুন করে প্রমান করল? ভাবতেই অবাক লাগে এই দলে মুক্তিযোদ্ধা বলতে অবশিষ্ঠ্য কেউ সত্যি আছেন কি? প্রশ্ন জাগে মনে।

তবে যে কথাটা অনেককেই বলতে শুনেছি তা হল "বাংলাদেশের জন্মের ৪২ বছর পরও কেন এই রাজাকারদের বিচার হল না । কই, আওয়ামী লীগ ইচ্ছে করলে এদের বিচার করতে পারতো না? কেন করল না?" নিপাট সত্যি কথা। এই কথাতো সত্য যে গত ৪২ বছরে জামাত নামের এই জঙ্গী সংগঠনটি নিজেদের ভেতর অনেক গুছিয়ে ফেলেছে। এদের শেকড় অনেক গভীরে পৌছে গেছে। যে চারা গাছটিকে এক কোপে উপড়ে ফেলা যেত সে চারগাছে এখন বড় বড় ডালপালা গজিয়েছে।

এর জন্য বিএনপিতো বটেই(কারন এরা আজান দিয়ে জামাতিদেরে সাথে হাত মিলিয়েছে) আওয়ামী লীগও অনেকাংশে দায়ী। তবে হ্যাঁ, এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। এখন আর পেছনের ভুল নিয়ে পরে থাকার সময় নেই । সত্যি সময় নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শাহবাগের একটা বড় পাওনা হল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটাকে আবার নতুন করে জাগিয়ে তোলা। মুক্তিযুদ্ধর এই চেতনাটা আমাদের মধ্যে সবসময় ছিল কিন্তু কোথায় কীভাবে জানি ঝিমিয়ে পরেছিল। এখন আবার সেই ঝিমিয়ে পরা, নেতিয়ে পরা চেতনাটা আমরা আবার ফিরে পেয়েছি। শাহবাগের এই গণ জাগরণ এখন বাংলাদেশের সীমানা অতিক্রম করে পৃথীবির বিভিন্ন দেশে বাসা বাঁধছে। সমস্ত সীমানার দেয়াল ভেঙ্গে আমরা গোটা পৃথিবীর বাঙালীরা আবার এক হয়েছি।

আমরা বুক উচিয়ে বলছি, "বাংলার মাটিতে জামাত নামের এই দলটির রাজনীতি করার কোন অধিকারনেই। "আমার ৬ বছর বয়েসি ভাগ্নে যখন শ্লোগান দয়ে, ” জামাতি রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়” তখন প্রাণে সাহস যোগায়। তখন আশার আলো দেখি। শাহবাগ আমাদের সেই আশার আলোর এক অনন্য বাতিঘর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।