আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগঃ বেলুন থেরাপি

salehin.arshady@gmail.com শাহবাগের আন্দোলন কোন দিকে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। একটু আগে খবরে দেখলাম শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে অন্তরীক্ষপানে বেলুন উড়ানোর ডাক দেয়া হয়েছে। মোমবাতির পর বেলুন, আন্দোলনের কর্মসূচি হিসেবে নিঃসন্দেহে খুবই শান্তিপূর্ণ আর অভিনব। ভাবতেই রোমান্টিক লাগছে বেপার টা। সংসদ ভবনের দক্ষিন প্লাজায় দাঁড়িয়ে সরকার দলীয় সংসদ সদস্যরাও ঝাঁকে ঝাঁকে বেলুন উড়াবেন।

শাহবাগের আন্দোলন আরও একবার সফল। আসলেই কি তাই?? শাহবাগের নেতা রা কিভাবে এমন কর্মসূচি দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। দীর্ঘ ১৪ দিন পর অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আজকে একজন হার্ট এটাক করে মারা গেলেন। কুচক্রীমহলের বিভিন্ন ষড়যন্ত্রে ইতোমধ্যে আমাদের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে।

নানা ভাবে আমাদের এই আন্দোলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই আন্দোলন এর লিডার রা যদি এমনই নির্লিপ্ত আর সত্যাগ্রহ পালনে ব্যস্ত থাকে আর এইসব ভুগিচুগি পালনে আমাদের বাধ্য করে তবে যতদিন যাবে ধীরে ধীরে এই আন্দোলন স্থিমিত হয়ে যাবে। আরও একবার বেঁচে যাবে দেশের শত্রুরা। আপনি কি তাই চাচ্ছেন?? কাদের মোল্লার ফাঁসি, যুদ্ধাপরাধীদের বিচার আর জামাত-শিবির এর রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা আল্টিমেটাম এর ডাক চাই। সরকার কে তিন দিনের সময় বেঁধে দেয়া হোক।

এই সরকার কে গত ইলেকশনে ম্যান্ডেট দেয়া হয়েছিল ঠিক এই দাবি গুলো আদায়ের জন্যই। তবে এখন এত গরিমসি কেন? আমাদের প্রধানমন্ত্রী যদি বুঝেই থাকেন "জামাত-শিবিরের রাজনীতি করার অধিকার নাই" তাহলে উনি সংসদে নিষিদ্ধ করার জন্য বিল পাশ করেন না কেন?? জনগনের দাবি কি উনি শুনতে পারছেন না?? এই আন্দোলন এর মাধ্যমে যদি এখনই সরকার কে আল্টিমেটাম দিয়ে বাধ্য করা না হয় তাহলে আরও অনেক লাশ আমাদের দেখতে হবে। লাশ দেখতে গিয়ে আবারও তিনি একই ডায়লগ দিবেন। আবার আমরা জানাজা পড়ব আর বেলুন উড়াবো? কি হাস্যকর !! মোমবাতি জ্বালিয়ে- বেলুন উড়িয়ে-কবিতা আবৃতি করে দাবী আদায় করা যায় না। স্টেজের উপরে যারা আছেন তারা আরও একবার ভেবে দেখুন, এই জনস্রোত ৪২ বছর পুরানো দালালদের বিচারের জন্য রাস্তায় নেমেছে।

নতুন দালালদের তারা ছেড়ে কথা বলবে না। নব্যদের অবস্থা হবে আরও ভয়াবহ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।