আমাদের কথা খুঁজে নিন

   

কানের পর্দা ছিঁড়ে গেলে



যে কারণে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে তাহলো- - কোনো কিছু দিয়ে কান খোঁচালে। - কোনো কিছু ঢুকলে তা অদক্ষ হাতে বের করার চেষ্টা করলে। - হঠাৎ বাতাসের তীব্র চাপে। যেমন_কানে থাপ্পড় দিলে, বিস্ফোরণে, ঘুষি লাগলে। - হঠাৎ পানির তীব্র চাপে।

যেমন গভীর পানির নিচে সাঁতার কাটলে, ওয়াটার পোলো খেললে, ডাইভ দিলে। - মাথায় আঘাত পেলে বা দুর্ঘটনা ঘটলে। উপসর্গ - প্রথমে তীব্র এবং পরে অল্প অল্প ব্যথা হবে। - অল্প ছিঁড়ে গেলে শুনতে সমস্যা হবে, বেশি ছিঁড়ে গেলে বধিরতা হবে বা কানে শোনা যাবে না। - কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে।

- কারো কারো মাথা ঘোরাতে পারে, যদিও তা স্বল্পকালীন। - কান পরীক্ষা করলে দেখা যাবে, কানের পর্দায় ছিদ্র আছে এবং ছিদ্রের চারপাশে এলোমেলো ও লাল হয়ে আছে। - বহিঃকর্ণে রক্ত জমাট হয়ে থাকতে পারে। চিকিৎসা - কানে ইনফেকশন যেন না হয় সে কারণে অ্যান্টিবায়োটিক খেতে হবে। - ব্যথা থাকলে প্যারাসিটামল খেতে হবে।

- কানে কোনো পানি দেওয়া যাবে না। - কান খোঁচানো যাবে না। - কানে কোনো ড্রপ দেওয়া যাবে না। - সাঁতার কাটা যাবে না। - দুই সপ্তাহ পর রক্ত জমা থাকলে তা বের করতে হবে নাক-কান-গলা বিশেষজ্ঞ দিয়ে।

যদি দেরিতে চিকিৎসার জন্য কান থেকে পুঁজ পড়া বা ইনফেকশন হয় তখন বহিঃকর্ণ ও মধ্যকর্ণের প্রদাহ হিসেবে চিকিৎসা করাতে হবে। যদি কানের পর্দায় ছিদ্র থেকে যায় তাহলে তিন মাস পর মাইক্রোসার্জারির মাধ্যমে কানের পর্দা জোড়া লাগাতে হবে; যা এখন বাংলাদেশেই হয়। অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী নাক কান গলা বিভাগ মেডিক্যাল কলেজ ফর উইমেন্স, উত্তরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.