আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তা, ভাবনা, এবং শঙ্কা...



ইচ্ছে ফিল্ম বানানোর। না আছে টাকা, না আছে মামার জোর। তবুও ফিল্ম বানাই। শর্ট ফিল্ম। হাতে যা থাকে তাই নিয়ে।

ক্যামেরা ধার করি কারো কাছ থেকে। বাবা মাসে যা দেন, তা থেকেই কিছু বাঁচাই। বাবা দেখতে পারে না। মা ও না। টিউশনি করে পিসি কিনেছি, এডিট করব বলে।

ফিল্ম করতে চাচীর কাছ থেকে ধার নিয়েছিলাম ভিডিও ক্যামেরা। নস্ট করলাম অথবা হল। সেই থেকে চাচীর বাসায় যাওয়া বন্ধ। জানি না, এর পর কি করব। কবে একটা ফুল লেংথ ফিচার ফিল্ম বানাবো আমি? হাতড়ে বেড়াই ভবিষ্যত।

খুঁজে পাই না কিছুই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।