আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজার কেলেংকারী ও কিছু কথা

পেশায় নাবিক নেশায় যাযাবর

কিভাবে শুরু করব বুজ়তে পারছি না । প্রথমে ভেবেছিলাম তথ্যভিত্তিক শক্ত একটা লেখা দিব । পরে ভাবলাম কি দরকার । কারন আমাদের লেখা দিয়ে কোন কিছু পাল্টাবে না । যতটুকু মনে পরে আওয়ামিলিগের আমলে একবার দুর্ভিক্ষ হয়ে ছিল এবং সেই বদনাম তাদেরকে অনেক দিন বয়ে বেরাতে হয়েছে ।

সবাই বলত আওমীলিগ মানেই দুর্ভিক্ষ । আওমী বিরোধিদের এই কথা থেকে বের হতে তাদের বেশ কস্ট করতে হয়েছিল । অনেক আগের হলেও আবার কথাটি আবার মনে পরল তাদের সমসাময়িক কিছু কার্যকলাপ থেকে । ৯৬ সালের শেয়ার বাজার কেলেংকারীর কথা আশাকরি সবার মনে আছে । কত মানুষ যে নিস্ব হয়েছিল সব কিছু হারিয়ে ! সাধারন বিনিয়োগকারি হয়েছিল বাজার বিমুখ ।

আর এ কারনেই শেয়ার বাজার অনেক পিছিয়েছে আমাদের । ৯৬ পরবর্তি নির্বাচনে আওমীদের ভড়াডুবির অন্যতম কারন হিসাবে অনেকেই শেয়ার বাজার ধস,কেই দায়ী করেছিল । আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ইতিহাস থেকে কোন শিক্ষা নেই না । শিক্ষা নিয়ে থাকলে এইবার ক্ষমতায় আসার পরই আওমীলিগের উচিত ছিল শেয়ার বাজার যেন ঠিক থাকে তার ব্যাবস্থা নেয়া । কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম ? ৯৬ কেও হার মানিয়েছে এবার ! এবং মজার বেপার হলো এবারের শেয়ার বাজার কেলেংকারীর হোতারাও সবাই (প্রায় ) তাদেরই দলের নেতারা ! ৯৬ সালের শেয়ার বাজার কেলেংকারীর সবচেয়ে বড় নেতা সালমান রহমান এবারো MasterMind বলে সবাই মনে করছে ।

আমাদের বিখ্যাত অর্থমন্ত্রি বললেন “ এদের নাম প্রকাশ করা হবে না” কিন্তু কেন ? তিনি কি ভাবছেন নাম প্রকাশ না করলে কেউ জানবে না কারা দায়ি ! নাকি তারা এতটাই শক্তিশালী যে তাদেরকে তিনি ভয় পান । তদন্তকারী প্রধানের একটি কথা আমার বেশ মনে ধরেছে । “জড়িতরা রাজনিতির নামে মানিটিক্স করে”। রাজনিতির আড়ালে টাকা কামানোই এদের উদ্দেশ্য । সরকার পরিবর্তন হলে এরাও পল্টি মারবেন ।

লেখাটা বড় হয়ে যাচ্ছে । শুধু মাননীয় প্রধান্মন্ত্রির কাছে একটি অনুরোধ । নিজের ভাল নাকি পাগলও বুঝে । আশা করি তিনিও বুঝবেন । খুব দ্রুত শেয়ার বাজার কেলেংকারীদের বিচারের ব্যাবস্থা করবেন ।

মনে রাখবেন এইসব লোকজন কখনও দলের ভাল চান না । চাইলে ৯৬ পর তারা একই কাজ করত না । অন্তত একজনও যদি আপনার শুভাকাক্ষি হত তাহলে আপনি আরও আগেই জানতে পারতেন এবং লাগাম টেনে ধরতে পাড়তেন । অনেকেই বলছেন শেয়ার বাজার কেলেংকারীর ভাগ নাকি আপনার পুত্র এবং আপনার বোন পেয়েছে । তাই আপনি এত চুপচাপ ।

কিন্তু মনে রাখবেন ৯৬র পর ২০১১ দুটো শেয়ার বাজার কেলেংকারী আওয়ামীলিগের জন্য বিরাট বড় একটা দায় এবং এর দায়দায়িত্ব থেকে আপনিও রেহাই পাবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.