পেশায় নাবিক নেশায় যাযাবর
কিভাবে শুরু করব বুজ়তে পারছি না । প্রথমে ভেবেছিলাম তথ্যভিত্তিক শক্ত একটা লেখা দিব । পরে ভাবলাম কি দরকার । কারন আমাদের লেখা দিয়ে কোন কিছু পাল্টাবে না । যতটুকু মনে পরে আওয়ামিলিগের আমলে একবার দুর্ভিক্ষ হয়ে ছিল এবং সেই বদনাম তাদেরকে অনেক দিন বয়ে বেরাতে হয়েছে ।
সবাই বলত আওমীলিগ মানেই দুর্ভিক্ষ । আওমী বিরোধিদের এই কথা থেকে বের হতে তাদের বেশ কস্ট করতে হয়েছিল । অনেক আগের হলেও আবার কথাটি আবার মনে পরল তাদের সমসাময়িক কিছু কার্যকলাপ থেকে । ৯৬ সালের শেয়ার বাজার কেলেংকারীর কথা আশাকরি সবার মনে আছে । কত মানুষ যে নিস্ব হয়েছিল সব কিছু হারিয়ে ! সাধারন বিনিয়োগকারি হয়েছিল বাজার বিমুখ ।
আর এ কারনেই শেয়ার বাজার অনেক পিছিয়েছে আমাদের । ৯৬ পরবর্তি নির্বাচনে আওমীদের ভড়াডুবির অন্যতম কারন হিসাবে অনেকেই শেয়ার বাজার ধস,কেই দায়ী করেছিল । আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ইতিহাস থেকে কোন শিক্ষা নেই না । শিক্ষা নিয়ে থাকলে এইবার ক্ষমতায় আসার পরই আওমীলিগের উচিত ছিল শেয়ার বাজার যেন ঠিক থাকে তার ব্যাবস্থা নেয়া । কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম ? ৯৬ কেও হার মানিয়েছে এবার ! এবং মজার বেপার হলো এবারের শেয়ার বাজার কেলেংকারীর হোতারাও সবাই (প্রায় ) তাদেরই দলের নেতারা ! ৯৬ সালের শেয়ার বাজার কেলেংকারীর সবচেয়ে বড় নেতা সালমান রহমান এবারো MasterMind বলে সবাই মনে করছে ।
আমাদের বিখ্যাত অর্থমন্ত্রি বললেন “ এদের নাম প্রকাশ করা হবে না” কিন্তু কেন ? তিনি কি ভাবছেন নাম প্রকাশ না করলে কেউ জানবে না কারা দায়ি ! নাকি তারা এতটাই শক্তিশালী যে তাদেরকে তিনি ভয় পান । তদন্তকারী প্রধানের একটি কথা আমার বেশ মনে ধরেছে । “জড়িতরা রাজনিতির নামে মানিটিক্স করে”। রাজনিতির আড়ালে টাকা কামানোই এদের উদ্দেশ্য । সরকার পরিবর্তন হলে এরাও পল্টি মারবেন ।
লেখাটা বড় হয়ে যাচ্ছে । শুধু মাননীয় প্রধান্মন্ত্রির কাছে একটি অনুরোধ । নিজের ভাল নাকি পাগলও বুঝে । আশা করি তিনিও বুঝবেন । খুব দ্রুত শেয়ার বাজার কেলেংকারীদের বিচারের ব্যাবস্থা করবেন ।
মনে রাখবেন এইসব লোকজন কখনও দলের ভাল চান না । চাইলে ৯৬ পর তারা একই কাজ করত না । অন্তত একজনও যদি আপনার শুভাকাক্ষি হত তাহলে আপনি আরও আগেই জানতে পারতেন এবং লাগাম টেনে ধরতে পাড়তেন । অনেকেই বলছেন শেয়ার বাজার কেলেংকারীর ভাগ নাকি আপনার পুত্র এবং আপনার বোন পেয়েছে । তাই আপনি এত চুপচাপ ।
কিন্তু মনে রাখবেন ৯৬র পর ২০১১ দুটো শেয়ার বাজার কেলেংকারী আওয়ামীলিগের জন্য বিরাট বড় একটা দায় এবং এর দায়দায়িত্ব থেকে আপনিও রেহাই পাবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।