আগামী সংসদ নির্বাচনে কারা ক্ষমতায় আসবে সেটা মোটামুটি পরিস্কার। জরিপে দেখা যাচ্ছে যে, বর্তমান সরকার তাদের দেওয়া নির্বাচনী ওয়াদা রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ। আর তাই ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরাই জয়ের মালা পরছে। আর এ থেকে বোঝা যায় যে আগামী সংসদ নির্বাচন এই দিকেই মোড় নিতে পারে তবে। বর্তমান সরকার যদি নির্বাচনের ছয় মাস আগে তাদের চাল, ডাল, নুন, তেল নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ সব জিনিসের দাম কমিয়ে দেয় আর নির্বাচনী ওয়াদা পালন করে তাহলে আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবার ক্ষমতায় থাকবে বলে আশা করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।