© শিবলী
আমাদের খাগড়াছড়ি ব্যাপক হারে সুন্দর। আমি একবার একটা ডিজিটাল ক্যামেরা কিনেছিলাম। কিন্তু মডেম হারিয়ে ফেলার জন্য ক্যামেরা বেচে মডেম কিনি।
বন্ধুদের সাথে মাঝে মাঝেই পাহাড়ে বনের ভেতর ঘুরতে যাই। দারুণ হয় সেই সৃতি গুলো।
ভুলতে পারবোনা কখনই! তবে ঐখানে যেতে হয় একটু লুকিয়েই কারণ পুলিশ এর এলাকা, সামনে পড়লে হাজার কথা বলতে হয়।
কিছু ছবি শেয়ার করলাম। ছবি গুলো প্রায় ২বছর আগে তোলা! আর আমার সৃজনশীল ব্লগ প্রকাশ করেছি।
সামনে খালের মত জায়গা আর তাতে সামান্য পানি আর লাল রং এর মাছ। সাথে আরও আছে ১২-১৩ জন মিলে আড্ডা ।
এটা টিলার ওপর থেকে আরেক টিলার ছবি !
আমাগো “আখাটা বিজ্ঞানী” । ঘাড়ে কোল্ড ড্রিংক। কত মজা করে খাটছিলাম।
লাল রং এর ফুল হয়, কালো রং এর ফল হয়। ফলগুলো মিষ্টি-মিষ্টি, টক-টক।
উঠ ব্যাটা মটু আর পলতু। এতক্ষণ আমাদের পেটের ভাত চাউল হয়েছিল এখন তোদের হচ্ছে! বেশী একটা উঁচু নয় তবে বৃষ্টির কারণে পিছলা হয়ে গেছে।
আসেন গ্রামীণ এর টাওয়ার দেখি।
আরও কিছু ছবি ছিল পরে খুঁজে শেয়ার করবো!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।