আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দ আশরাফের চোখে সমস্যা হলো কবে?



প্রস্তাবিত নারী নীতি বাতিল এবং শিক্ষানীতি বাতিলের দাবিতে কোরআন পবিত্র কোরআন রক্ষার জন্য ইসলামী আইন রক্ষা কমিটি গতকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছ। ২০-২৫ টি টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পেলাম স্বতস্ফূর্তভাবে সারাদেশে হরতাল পালিত হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারেণ ঢাকা শহরে হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছ। তবে ঢাকার বাইরে সরাদেশে হরতাল পূর্ণাঙ্গভাবে পালিত হয়েছে। সকালে এসে বন্ধুদের সাথে এ ব্যাপারে কথা বললে তারাও বলল, বিএনিপ জামাতের হরতালের চেয়ে গতকালের হরতাল অনেক বেশি সফল ছিল।

এবং টিভি চ্যানেল গুলোতে দেখলাম সব জায়গায় পাঞ্জাবী-পাজামা-টুপি পরা হুজুরদের সাথে এবং মাদ্রাসা ছাত্ররা রাস্তায় অবস্থান নিয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে মাদরাসা ছাত্র এবং হুজুরদে সংঘর্ষ হয়েছ। এবং যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রায় সবাই মাদরাসার সাথে সংিশ্লষ্ট কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী দেখলেন তার ঠিক উল্টো চিত্র। তিনি ২-৩ জন টুপিধারী লোক ছাড়া বাকী সবাই নাকি বিএনিপ-জামাত কর্মী। ভাগ্যিগস তিনি বলেন নাই যে, ২-৩ জন টুপি লোক ছাড়া বাকী সবাই শাড়ী-ব্লাউজ পরা বিএনপি জামাতের কর্মী।

হরতালকে আমরা কেউই সমর্থন করিনা। হরতাল সাধারণ জনগণ চায় না। কারণ হরতাল দেশের অর্থনীতির বিকাশকে বাঁধাগ্রস্থ করে। মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। কিন্তু হরতাল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ না খোজে এভাবে ঢালাও মন্তব্য করা সরকারের উচ্চমহলের কারোও পক্ষে শোভা পায়না।

আসুন আমরা হরতাল এবং হরতাল নিয়ে রাজনীতির বিরুদ্ধ সোচ্চার হই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.